দেশের সময়ওয়েবডেস্কঃ সেপ্টেম্বরেই তাঁর পাহাড় উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু ভবানীপুরের নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ায় সেই কর্মসূচি বাতিল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পুজো মিটতেই উত্তরবঙ্গ সফরে চললেন মমতা।
নবান্নে সূত্রে খবর আগামী সোমবার অর্থাৎ ২৫ অক্টোবর কলকাতা থেকে উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দেবেন মমতা। পরের দিন অর্থাৎ ২৬ অক্টোবর তাঁর প্রশাসনিক বৈঠক করার কথা উত্তরকন্যায়। ২৭ তারিখ মুখ্যমন্ত্রী কার্শিয়ং যেতে পারেন বলেও খবর। তবে বৃহস্পতিবার দুপুর সওয়া তিনটে পর্যন্ত মমতার উত্তরবঙ্গ সফরের পূর্ণাঙ্গ সূচি জানায়নি নবান্ন।
সূত্রের খবর,উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকের পরে কার্শিয়াং যাওয়ার কথা রয়েছে মমতার।
প্রাকৃতিক দুর্যোগ, বন্যা পরিস্থিতি, ধস—সব মিলিয়ে উত্তরবঙ্গের একাধিক জেলার লন্ডভন্ড অবস্থা। যে সময়ে মুখ্যমন্ত্রীর সফর জানা গিয়েছে নবান্নের তরফে, তখনও পাহাড়ে উদ্ধারকাজ চালাচ্ছে প্রশাসন। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দার্জিলিং, কালিম্পং-সহ বিভিন্ন এলাকার। লাভা, লোলেগাঁও, রিশপ-সহ একাধিক পর্যটন কেন্দ্র বিচ্ছিন্ন। সেইসময়ে মুখ্যমন্ত্রীর পাহাড় সফর তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। তা ছাড়া দিনহাটায় ৩০ তারিখ উপনির্বাচনও রয়েছে।