বনগাঁ মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে রবীন্দ্রজয়ন্তী উদযাপন:

0
3
অর্পিতা বনিক, দেশের সময়

পশ্চিমবঙ্গ সরকারের বনগাঁ মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে এবং ব্যবস্থাপনায় বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের গঙ্গাচরণ চট্টোপাধ্যায় স্মৃতি মঞ্চে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কবির প্রতিমূর্তিতে মাল্যদান, সংগীত, নৃত্য, কবিতার মধ্য দিয়ে কবিকে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা, কুমুদিনী গার্লস্ স্কুল ( প্রা: সে:)এর প্রধান শিক্ষিকা, বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি প্রমূখ। বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেক ছাত্র-ছাত্রীকে শংসাপত্র প্রদান করা হয়।

Previous articleIndia-Pakistan Tension:  ভারতের ওয়াটার স্ট্রাইক ,এবার চন্দ্রভাগার জলেই ডুবিয়ে মারবে পাকিস্তানকে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here