দেশের সময় : সকাল থেকেই বনগাঁ উত্তর এবং বনগাঁ দক্ষিণ কেন্দ্রে এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থীরা দুপুরের পরেই বদলে গেল সেই চিত্র এই দুই কেন্দ্রেই এই মুহূর্তে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থীরা।
২০ রাউন্ড গণনা শেষে হিসেব উল্টে গেল বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের ফলাফল। সকাল থেকেই এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্যামল রায় এগিয়ে ছিলেন। কিন্তু এই মুহূর্তে অর্থাৎ সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্যামল রায়কে পেছনে ফেলে বিজেপি প্রার্থী অশোক কীর্তনীয়া এগিয়ে গেলেন ৭৩০৫ ভোটে।
পাশাপাশি ১৫ রাউন্ড শেষে বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রাথী স্বপন মজুমদার তৃণমূল প্রার্থী আলো রাণী সরকারকে পেছনে ফেলে ১৮৯৯ ভোট এগিয়ে গেলেন।
অশোকনগরের তৃণমূল প্রার্থীর সঙ্গে এই মুহূর্তে লড়াইয়ের ময়দানে রয়েছেন এখানকার বিজেপি প্রার্থী তনুজা চক্রবর্তী। আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জি এখন তৃতীয় স্থানে। ১৪ রাউন্ড শেষে অশোকনগরের সংযুক্ত মোর্চার প্রার্থী তাপস ব্যানার্জিকে পেছনে ফেলে তৃণমূল প্রার্থী নারায়ন গোস্বামী ১৯১৮৬ ভোটে এগিয়ে গেলেন।
১৬ রাউন্ড শেষে বাগদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাস ১০৭১৭ ভোটে এগিয়ে রয়েছেন।
পাশাপাশি, ১৫ রাউন্ডের শেষে গাইঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুর ৩২৭৩ ভোটে এগিয়ে রয়েছেন। ১৪ রাউন্ড শেষে হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহার থেকে মাত্র ৪৩৭১ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূলের জ্যোতিপ্রিয় মল্লিক।