বনগাঁ: পুলিশের পোশাক পড়ে সরকারি হাসপাতালে সুযোগ নেবার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার যুবক

0
2349

দেশের সময়, বনগাঁ:পুলিশের পোশাক পড়ে সরকারি হাসপাতালে সুযোগ নেবার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বনগাঁ থানার পুলিশ। ধৃতের নাম সুমিত দাস। বাড়ি নদীয়া জেলার গাংনাপুর থানার বিবেকানন্দ পল্লী এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, সুমিত দাস নামে ওই যুবক দীর্ঘদিন ধরেই সাব-ইন্সপেক্টরের পোষাক পড়ে এলাকা থেকে বিভিন্ন সুবিধা নিতো। পুলিশের চালচলনও রপ্ত করেছে সে। দিন কয়েক আগে তাকে বেড়ালে কামড়ালে বিভিন্ন জায়গায় প্রতিষেধক খোঁজ করেও না পেয়ে শনিবার রাতে সে বনগাঁ হাসপাতালে আসে।

সেখানে নিজেকে পুলিশ অফিসার পরিচয় দিয়ে প্রতিষেধক পাবার চেষ্টা করে। কিন্তু তার কথায় হাসপাতালে উপস্থিত পুলিশদের সন্দেহ হয়। এরপর তার বিষয়ে খোঁজখবর নিতে গিয়ে আসল রহস্য বেরিয়ে যায়। এরপর বনগাঁ থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। রবিবার সুমিতকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। তাকে আরও জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।

Previous articleDesher Samay E Paper
Next articleভেস্তে গেল ইস্টবেঙ্গল-কাস্টমস ম্যাচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here