বনগাঁ পুরসভার স্বাস্থ্য বিভাগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিলেন বনগাঁর বিএমওএইচ

0
608

দেশের সময়: বনগাঁ পুরসভার স্বাস্থ্য বিভাগের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন বনগাঁ ব্লক স্বাস্থ্য আধিকারিক। শুক্রবার পুর প্রশাসক গোপাল শেঠ তাঁর হাতে নিয়োগ পত্র তুলে দেন। এখন থেকে তিনি ব্লক স্বাস্থ্য আধিকারিকের দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে পুরসভার উপদেষ্টার ভূমিকা পালন করবেন।

করোনার টিকাকরন নিয়ে বর্তমানে নাজেহাল পরিস্থিতি বনগাঁ পুরসভা এলাকায়। পুরসভার পাঁচটি স্বাস্থ্যকেন্দ্র ছাড়াও ভ্রাম্যমাণ গাড়িতে এবং বাড়ি বাড়ি গিয়ে বয়স্কদের টিকাকরণের কাজে হিমশিম খেতে হচ্ছে পুরসভার স্বাস্থ্য বিভাগের কর্মীদের।

এই গোটা পরিস্থিতির পাশাপাশি পুরসভার স্বাস্থ্য বিভাগের সমস্ত দিকগুলি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ব্লক স্বাস্থ্য আধিকারিককে পুরসভার স্বাস্থ্য বিভাগের উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হলো বলে এদিন জানালেন পুরসভার প্রশাসক গোপাল শেঠ।


পুরসভার পক্ষ থেকে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে মৃগাঙ্ক সাহারায়কে উপদেষ্টা হিসেবে নিয়োগ করার জন্য আবেদন করা হয়। তারই প্রেক্ষিতে মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক সাহারায়কে বনগাঁ পৌরসভা স্বাস্থ্য বিভাগের উপদেষ্টা হিসেবে অতিরিক্ত দায়িত্ব নেওয়ার অনুমতি দেন।

নতুন দায়িত্ব পেয়ে খুশি ডাক্তার মৃগাঙ্ক সাহারায় জানান, বিএমওএইচ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি পাশাপাশি পুরসভার স্বাস্থ্য বিভাগের কাজ যাতে আরও সুষ্ঠুভাবে পরিচালিত হয়, সেই চেষ্টা করব।

করোনার টিকাকরন প্রসঙ্গে এদিন গোপাল শেঠ বলেন, আরও বেশিসংখ্যক পুর নাগরিকদের টিকাকরনের লক্ষ্যে টিকাকরণের শিবিরের সংখ্যা বাড়িয়ে পাঁচটি করা হয়েছে। সেখানে আলাদা আলাদাভাবে সেই সেই এলাকার মানুষরা টিকা নিতে পারবেন। বাড়ির পরিচারিকাদের জন্য আলাদাভাবে টিকা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

Previous articleসাত দিনের মধ্যে উচ্চ প্রাথমিকে নতুন মেধাতালিকা প্রকাশ, শিক্ষক নিয়োগে জট খুলল আদালত
Next articleDaily Horoscope: আজকের রাশিফল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here