দেশের সময় প্রতিবেদন : বনগাঁর এক সময়কার নামী মাধ্যমিক স্কুল হিসেবে পরিচিত ছিল ঘোষ ইনস্টিটিউশন। কিন্তু পড়ুয়ার অভাবে সেই স্কুল বর্তমানে একটু একটু করে রুগ্ন হয়ে পরেছে। স্কুল উঠে যাবার জোগাড়। এমন অবস্থায় স্কুলের অস্তিত্ব টিকিয়ে রাখতে অবশেষে সেই স্কুলে ইংরাজি মাধ্যমে পড়াশোনা চালু হতে চলেছে। সরকারি উদ্যোগে ২০১৯ সালের প্রথমেই শুরু হয়ে যাবে নতুন স্কুলের পড়াশোনা। এখন তারজন্য জোড় প্রস্তুতি শুরু হয়ে গেছে। স্কুল রং করার কাজ চলছে। আগে শহর ছাড়িয়ে আশপাশের গ্রামাঞ্চল থেকেও প্রচুর ছাত্র আমাদের স্কুলে ভর্তি হতো। পরবর্তিতে একে একে ওইসব এলাকায় নতুন নতুন স্কুল, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুল চালু হয়ে যাওয়ায় ছাত্র পাওয়া থেকে বঞ্চিত হতে থাকে এই স্কুল। এক সময় যে স্কুলে পড়ুয়ার চাপে উপচে পরত। শিক্ষক, শিক্ষাকর্মীর সংখ্যাও ছিল যথেষ্ট। বছর কয়েক আগে থেকে ছাত্র সংখ্যা কমতে শুরু করে এই স্কুলে। বর্তমানে এই স্কুলের ছাত্র সংখ্যা মাত্র ১৪ জন। শিক্ষক ৭ জন। একজনও শিক্ষাকর্মী নেই। দিন দিন পরিস্থিতি এতোটাই খারাপ হতে থাকে যে স্কুলটি বন্ধ হয়ে যাবার জোগাড়। এই অবস্থায় স্কুলের অস্তিত্ব টিকিয়ে রাখতে এই স্কুলে ইংরাজি মাধ্যমে পড়াশোনা চালু করার জন্য রাজ্য সরকারের স্কুল শিক্ষা দপ্তরে আবেদন করা হয়। সেই আবেদনে সাড়া দিয়ে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে পরিদর্শনে আসা হয়। অবশেষে শিক্ষা দপ্তর অনুমোদন দেয়। স্কুল কর্তৃপক্ষকে সেকথা জানিয়েও দেওয়া হয়। বনগাঁর সহকারি বিদ্যালয় পরিদর্শক দীপক মুখার্জী জানান, আপাতত ঘোষ স্কুলে প্রাক প্রাথমিক এবং প্রাথমিক বিভাগ চালু করা হচ্ছে। এরজন্য ইতিমধ্যেই ২ জন শিক্ষিকাকে নিয়োগ করা হয়েছে। রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত অন্যান্য প্রাথমিক বিদ্যালয়ের মতো এখানেও বিনা বেতনে পড়াশোনা করার পাশাপাশি মিড ডে মিল সহ অন্যান্য সুযোগ সুবিধা পাবে। রাজ্যে যে ৪৪টি ইংরাজি মাধ্যমের প্রাথমিক স্কুল চালু করা হচ্ছে তারমধ্যে উত্তর ২৪ পরগনা জেলায় বনগাঁর ঘোষ ইনস্টিটিউশনের পাশাপাশি অশোকনগর এবং বরানগরে আরও ২টি স্কুল চালু হচ্ছে। ২ জানুয়ারী বনগাঁর এই স্কুলটির উদ্বোধন হবে। ওইদিন থেকেই ছাত্র ভর্তির কাজ শুরু হবে। স্কুলের ৩টি ক্লাসঘর এবং ১টি অফিস ঘর নিয়ে নতুন বিভাগ চালু হচ্ছে। পাশাপাশি স্কুলের পুরনো বাংলা মাধ্যমটিও আপাতত চালু থাকছে। স্কুল কর্তৃপক্ষ চায়, এই স্কুলে পঞ্চম শ্রেণী থেকেও যেন ইংরাজি মাধ্যম চালু হয়।