বনগাঁয় যশোর রোডে ট্রাক-স্কুটি মুখোমুখি সংঘর্য,মৃত ২ বিদ্যুৎ কর্মী

0
1745

দেশের সময়, বনগাঁ: : ‌বনগাঁয় যশোর রোডে ট্রাক-স্কুটি মুখোমুখি সংঘর্য৷ মৃত্যু হল বিদ্যুৎ দপ্তরের দুই কর্মীর।মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ৮ টা নাগাদ বনগাঁ থানার বক্সিপল্লী এলাকায় যশোর রোডের উপর। পুলিশ সূত্রে জানাগিয়েছে, মৃতদের নাম রাজু দাস (‌৩৩)‌ এবং আশিষ দাস (‌৩১)‌। রাজুর বাড়ি গোবরডাঙায়। এবং আশিষের বাড়ি বনগাঁর দীনবন্ধুনগরে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজু দাস রাজ্য বিদ্যুৎ দপ্তরের স্থায়ী কর্মী। তিনি চার্জম্যানের দায়িত্বে ছিলেন। অন্যদিকে, আশিষ দাস বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মী। তাঁর সহকর্মীরা জানান, এদিন ৬ টা নাগাদ ডিউটি শেষ হয়ে যায় রাজু দাসের। এরপর রাত ৮ টা নাগাদ আশিষ দাসের স্কুটিতে করে যশোর রোড ধরে গাইঘাটার দিকে যাচ্ছিলেন। 

স্কুটি চালাচ্ছিলেন আশিষ। পেছনে বসেছিলেন রাজু। বক্সিপল্লী এলাকায় আসার পর উল্টো দিক থেকে আসা দ্রুতগতির একটি ৪০৭ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এই দুই বিদ্যুৎ কর্মীর স্কুটি। আর তাতেই মারাত্মকভাবে জখম হন তাঁরা দুজন। স্থানীয়রা তাঁদেরকে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁদেরকে মৃত বলে ঘোষনা করেন।

Previous articleবনগাঁয় পিঠে – কম্বল প্রদানে পৌষ পার্বন অনুষ্ঠান
Next articleWest Bengal Weather Update : শীতের ব্যাটিং জমেছে বঙ্গে, বাংলায় পারদপতন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here