দেশের সময়:বনগাঁর এক গৃহবধূর শরীরে করো না জীবাণু মেলায় আতঙ্ক ছড়ালো এলাকায়। যদিও তিনি অন্য কারণে কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে এই খবর বনগাঁয় আসতেই তৎপরতা শুরু করে বনগাঁ পুরসভা এবং প্রশাসনের কর্তারা। বনগাঁ হাসপাতাল কালিবাড়ি এলাকার বাসিন্দা এখন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷
এই ঘটনার পর বিশেষ নজরদারি শুরু করেছে প্রশাসন। এলাকা জীবাণুমুক্ত করা হয়েছে৷ হাসপাতাল কালিবাড়ি বাজার আপাতত বন্ধ রাখা হয়েছে। আশপাশ এলাকার কয়েকটি বাড়ির মানুষদেরকে নিজেদের বাড়ি থেকে আগামী দশ দিন বাইরে না বেড়োনোর নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে৷ জানা গেছে ওই গৃহবধূ কিডনির অসুখে ভুগছিলেন তাকে বনগাঁ থেকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই তিনি আক্রান্ত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে ৷এই পরিস্থিতিতে মানুষকে আতঙ্কিত না হওয়ার জন্য আবেদন জানিয়েছে বনগাঁ পৌরসভা। যদিও সবাইকে সতর্ক থেকে সরকারি নির্দেশ মেনে রাস্তাঘাটে বের হওয়ার কথা বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে৷