বনগাঁয় সহপাঠীকে বাঁচাতে গিয়ে ছুরিতে জখম স্কুল পড়ুয়া

0
10

দেশের সময়, বনগাঁ : চুইংগাম চিবানো নিয়ে দুই সহপাঠী নাবালক ছাত্রের মধ্যে শুরু হয় তুমুল বচসা। পরে সেটা মারপিটে গড়ায়। সেই সময় সহপাঠীকে রক্ষা করতে গিয়ে ছুরির কোপে গুরুতর ভাবে জখম হলো এক পড়ুয়া। অভিযুক্ত কিশোর নবম শ্রেণির ছাত্র। শুক্রবার ঘটনাটি ঘটেছে, বনগাঁর নগেন্দ্রনাথ বিদ্যাপীঠ হাই স্কুলে। আক্রান্ত ছাত্রের নাম সুনীল দত্ত। তাঁর পিঠে ক্ষত তৈরি হয়েছে। রক্তাক্ত অবস্থায় তাকে বনগাঁ হাসপতালে নিয়ে আসেন পরিবারের লোকজন। বিষয়টি জানাজানি হতেই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অভিভাবকরা। তাঁদের প্রশ্ন, স্কুলের ব্যাগে কী ভাবে নবম শ্রেণির এক পড়ুয়া ধারাল ছুরি নিয়ে আসতে পারে?

বনগাঁর রামনগর রোডে রয়েছে নগেন্দ্রনাথ বিদ্যাপীঠ হাই স্কুল। এ দিন ষষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষা ছিল। পরীক্ষা চলাকালীন নবম শ্রেণির ছাত্র তুহিন চুইংগাম চিবাচ্ছিল। বিষয়টি শিক্ষকের কাছে জানিয়ে দেয় তাঁরই সহপাঠী প্রশান্ত শিকারী। সেই আক্রোশে পরীক্ষার শেষে স্কুলের গেটের বাইরে অপেক্ষায় ছিল তুহিন। প্রশান্ত স্কুলের গেট থেকে বেরোতেই তুহিন জামার কলার ধরে তাকে মারধর করে বলে অভিযোগ। ওই সময় প্রশান্তকে বাঁচাতে এগিয়ে আসে নবম শ্রেণির পড়ুয়া সুনীল দত্ত।

অভিযোগ, তখনই ব্যাগের ভিতর থেকে ধারাল ছুরি বের করে তুহিন সুনীলের পিঠে কোপ মারে। ওই সময় স্কুলে ছিলেন না প্রধান শিক্ষক অমিয় ঘোষ। জখম ছাত্রকে হাসপতালে না নিয়ে গিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরতেই পরিবারের লোকেরা সুনীলকে বনগাঁ হাসপতালে নিয়ে যান। এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হন অভিভাবকরা।

নবম শ্রেণির পড়ুয়া প্রশান্ত শিকারীর কথায়, ‘পরীক্ষা চলাকালীন তুহিন চুইংগাম চিবাচ্ছিল। আমি শিক্ষককে জানিয়ে দিই। পরে পরীক্ষার শেষে গেটের বাইরে আমাকে মারধর করে তুহিন। ওই সময় আমাকে বাঁচাতে গিয়ে তুহিনের ছুরির আঘাতে জখম হয়েছে সুনীল।’ ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ছাত্র।

স্কুলের প্রধান শিক্ষক অমিয় ঘোষ বলেন, ‘আমি এ দিন স্কুলের কাজে বারাসতের ডিআই অফিসে এসেছিলাম। পরীক্ষার পরে স্কুলের গেটের বাইরে দুই ছাত্রের মধ্যে একটা গণ্ডগোল হয়েছে। বন্ধুদের মধ্যে খেলতে গিয়েই হয়তো ঘটনা ঘটে গিয়েছে। শনিবার স্কুলের অভিভাবকদের ডেকে কথা বলব।’

Previous articleমরসুমের শীতলতম দিন! এক ধাক্কায় তিন ডিগ্রি কমে গেল কলকাতার তাপমাত্রা ,পাল্লা দিয়ে বাড়ছে দূষণ !
Next articleমতুয়া গড়ে মমতার পাল্টা বিজেপির মিছিলে শমীক ,  মিঠুনের অনুপস্থিতিতে হতাশ কর্মীরা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here