বনগাঁয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা ও ছেলের, শোকের ছায়া ট’ বাজার এলাকায়

0
9856

দেশের সময়,বনগাঁ: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা ও ছেলের। শুক্রবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার ট-বাজার এলাকায়। দেখুন ভিডিও:

মৃত যুবকের নাম ঋষব অধিকারী। ঋষবের মা মিতা অধিকারি।বনগাঁ পুরসভা এলাকার ট- বাজারের বাসিন্দা ।

স্থানীয়রা জানিয়েছে,ছাদে জামা কাপড় মেলার জন্য জিআই তার টাঙানো রয়েছে।
বর্ষার কারণে সেই তার টি কোন ভাবে বিদ্যুৎ সংযোগ হয়েছিল৷

সকালে ঘুম থেকে উঠে ঋষব অধিকারী নামে ওই যুবক ছাদে গিয়েছিল। সেই সময় ওই যুবক তারের সঙ্গে জড়িয়ে যায়। তার চিৎকার শুনে ছুটে আসে তার মা। দুজনেই সেখানে পড়ে ছটফট করতে থাকে। স্থানীয়রা এই ঘটনা জানতেই তাদেরকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন৷ . চিকিৎসকরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন৷এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।

মৃত যুবক ঋষব-এর বাবা তপন অধিকারী জানিয়েছেন কোন ভাবে বিদ্যুতের তারের সঙ্গে বাড়ির বিভিন্ন অংশে বিদ্যুৎ সংযোগ হয়ে যায় । ছেলে ছাদের টাঙানো তারে হাত দিতেই বিদ্যুৎপিষ্ট হয়ে যায় তাকে ছাড়াতে গিয়ে স্ত্রী মিতা অধিকারী বিদ্যুৎস্পৃষ্ট হয় ।

দেহ দু’টিকে ময়না-তদন্তে পাঠানো হয়েছে , বনগাঁ থানার পুলিশ এই ঘটনার অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে বলে জানাগিয়েছে৷

Previous articleকলকাতার জলছবি…বহু স্টেশনে আটকে ট্রেন,শহরজুড়ে জল নামাতে চালু পুরসভার ৪৫০টি পাম্প!
Next articleহোয়াটসঅ্যাপ এ হাজির পদ্মার ইলিশ! কাঁটাতার পেরিয়ে এপার বাংলার বাজারে মাত্র ২৫০০ টাকায় মিলছে বাংলাদেশের রুপোলি শস্য?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here