


বনগাঁ শহরের উৎসব প্রিয় মানুষদের জন্য সৃজা বুটিক -এর উদ্যোগে দু দিন ব্যাপী শহরের অন্যতম বড় লাইফস্টাইল এক্সিবিশন “ শারদীয়া প্রদ্রর্শনী” অনুষ্ঠিত হল বনগাঁর অভিজাত বিনোদনকেন্দ্র গোল্ডেন প্লেস ব্যাঙ্কোয়েটে ।

দু দিনের এই প্রদর্শনি শুরু হয় ৩১আগস্ট পর্যন্ত।
এক্সিবিশনে রয়েছে পুজোর কেনাকাটার জন্য আকর্ষণীয় সব সম্ভার ডিজাইনার শাড়ি, কুর্তি, ব্লাউস, আধুনিক ও ট্র্যাডিশনাল ড্রেস, জুয়েলারি সহ নানা ধরনের স্টাইলিস প্রোডাক্ট। দেখুন ভিডিও

প্রদর্শনীতে ছিল টি স্টল। নানা ধরনের আধুনিক ফ্যাশনের মিশেলে জমে উঠে ছিল “ শারদীয়া প্রদর্শনী ”।

পূজোর আগে নতুনভাবে নিজেকে সাজাতে ও পরিবার-পরিজনের জন্য কেনাকাটা করতে ক্রেতাদের ভিড় জমে দেখার মতো।
