বনগাঁয় পুজোর আগেই পুজো পার্বণ, লাইফস্টাইল শারদীয়া প্রদর্শনী: দেখুন ভিডিও

0
59
অর্পিতা বণিক , দেশের সময়

বনগাঁ শহরের উৎসব প্রিয় মানুষদের জন্য সৃজা বুটিক -এর উদ্যোগে দু দিন ব্যাপী শহরের অন্যতম বড় লাইফস্টাইল এক্সিবিশন “ শারদীয়া প্রদ্রর্শনী”  অনুষ্ঠিত হল বনগাঁর অভিজাত বিনোদনকেন্দ্র  গোল্ডেন প্লেস ব্যাঙ্কোয়েটে ।

দু দিনের এই প্রদর্শনি শুরু হয় ৩১আগস্ট  পর্যন্ত।
এক্সিবিশনে রয়েছে পুজোর কেনাকাটার জন্য আকর্ষণীয় সব সম্ভার ডিজাইনার শাড়ি, কুর্তি, ব্লাউস, আধুনিক ও ট্র্যাডিশনাল ড্রেস, জুয়েলারি সহ নানা ধরনের স্টাইলিস প্রোডাক্ট। দেখুন ভিডিও

প্রদর্শনীতে ছিল টি  স্টল। নানা ধরনের আধুনিক  ফ্যাশনের  মিশেলে জমে উঠে ছিল “ শারদীয়া প্রদর্শনী  ”।

পূজোর আগে নতুনভাবে নিজেকে সাজাতে ও পরিবার-পরিজনের জন্য কেনাকাটা করতে ক্রেতাদের ভিড় জমে দেখার মতো।

Previous article‘মতুয়া ভক্তদের ভুল বুঝিয়ে, টাকার লোভ দেখিয়ে  মতুয়া ভোটে ভাগ বসাতে চাইছে কংগ্রে’ ,শান্তনু ঠাকুর
Next articleTamluk-TMC Leader: ‘নেতারা টাকা নিয়েছে’, কান ধরে ওঠবস তমলুকের তৃণমূল কাউন্সিলরের! ‘দোষ’ কী? জানিয়ে দিলেন নিজেই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here