দেশের সময় : বনগাঁ ব্লকের কালুপর গ্রাম পঞ্চায়েতে শনিবার সারম্বড়ে অনুষ্ঠিত হলো ৪র্থ পর্যায়ের দুয়ারে সরকার ।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উত্তর ২৪ পরগনার বনগাঁ ব্লকের বিডিও অর্ঘ্য দত্তের উদ্যোগে কালুপর গ্রাম পঞ্চায়েতের কালুপুর পাঁচপোতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এদিন সারম্বড়ে অনুষ্ঠিত হলো দুয়ারে সরকার ।
এদিন উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান মুক্তি সরকার, উপ প্রধান হিমাংশু মন্ডল, নির্বাহী সহায়ক অতনু হালদার সহ বনগাঁ ব্লকের ও কালুপর গ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা ।
লক্ষীর ভন্ডার, স্বাস্থ্য সাথী, ডিজিটাল রেশন কার্ড সহ ১৪ টি পরিসেবা নেওয়ার জন্য পঞ্চায়েতের বিভিন্ন বুথের মানুষের উপস্থিতি ছিল চোখে পরার মত।
উপভোক্তাদের কথায় বসিরহাট তথ্য সংস্কৃতি দপ্তরের সুমন দে-র কথায় ও সুরে বিভিন্ন সরকারি প্রকল্পের গান বিশ্বজিৎ ও বিকাশ দাসের কন্ঠে দুয়ারে সরকার কর্মসূচির সাথে এক বিশেষ মাত্রা এনে দেয়।