দেশের সময় ওয়েবডেস্কঃ ফাগুনের শুরু থেকেই শীতের বিদায়ঘণ্টা বেজেছে। কখনও পারদ নামছে তো আবার কখনও বাড়ছে তাপমাত্রা। তবে, ঠান্ডা আর পড়বে না। বরং, ধীরে ধীরে পারদ চড়বে কলকাতা সহ রাজ্যে। আবহাওয়ার চরিত্রই জানান দিচ্ছে যে বসন্ত জাগ্রত দ্বারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আর নতুন করে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। ধীরে ধীরে শহরের তাপমাত্রা বাড়বে। এদিকে, ভোর ও রাতের দিকে হাল্কা ঠান্ডার আমেজ এখনও টের পাচ্ছেন শহরবাসী। হাওয়া অফিস জানাচ্ছে, এমন আমেজের মেয়াদ আর ক’টা দিনই থাকবে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ, ন্যূনতম ৩৭ শতাংশ। আপাতত কলকাতা-সহ রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। অন্যদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতেরআমেজ ফিকে হলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনও ঠান্ডার রেশ বজায় রয়েছে।
একনজরে দেখে নেওয়া যাক এদিন কোথায় কত সর্বনিম্ন তাপমাত্রা? আবহাওয়া দফতর সূত্রে খবর, আসানসোলে তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস, বালুরঘাটের তাপমাত্রা ১৫.২ ডিগ্রি, বাঁকুড়ায় পারদ ছুঁয়েছে ১৬.৫ ডিগ্রিতে, ব্যারাকপুরে তাপমাত্রা নেমেছে ১৪.৯ ডিগ্রিতে,বহরমপুরে পারদ নেমেছে ১৩ ডিগ্রিতে, বর্ধমানের তাপমাত্রা ছুঁয়েছে ১৮ ডিগ্রিতে, ক্যানিংয়ে তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি, কাঁথির পারদ নেমেছে ১৫ ডিগ্রিতে, কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা ১২.৮ ডিগ্রি, দার্জিলিঙের তাপমাত্রা ৭.৬ ডিগ্রিতে, ডায়মন্ডহারবারে পারদ নেমেছে ১৮.১ ডিগ্রিতে, দিঘায় তাপমাত্রা ছুঁয়েছে ১৭.৫ ডিগ্রি, দমদমের তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি, হলদিয়ার তাপমাত্রা ১৯.১ ডিগ্রি, জলপাইগুড়িতে পারদ ছুঁয়েছে ১৩.১ ডিগ্রি, কালিম্পঙে ৮.৫ ডিগ্রি, কৃষ্ণনগরের ১৬.৮ ডিগ্রি, মালদায় ১৭.৬ ডিগ্রি, মেদিনীপুরে তাপমাত্রা ছুঁয়েছে ১৭.৫ ডিগ্রিতে, পুরুলিয়ায় ১৪.৩ ডিগ্রি, সল্টলেকে ১৯ ডিগ্রি, শিলিগুড়ির তাপমাত্রা ১১.৪ ডিগ্রি, শ্রীনিকেতনে ১৫ ডিগ্রি।