দেশের সময় ওয়েবডেস্কঃ প্রয়াত হলেন মোহনবাগানের প্রাক্তন সচিব অঞ্জন মিত্র। শুক্রবার ভোর রাতে একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর। তাঁর প্রয়াণে ময়দানে শোকের ছায়া নেমে এসেছে।
ফুসফুসে সংক্রমণের কারণে সপ্তাহখানেক আগে তিনি হাসপাতালে ভর্তি হন। রাত ৩.১০-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মরদেহ সকালে নিয়ে যাওয়া হলে ট্যাংরার বাড়িতে। ক্লাব লনে বেলা এগারোটা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত মরদেহ শায়িত রাখা হবে। এরপর কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে।
- প্রয়াত হলেন মোহনবাগানের প্রাক্তন সচিব অঞ্জন মিত্র।
- শুক্রবার ভোর রাতে একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
- মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর।
- তাঁর প্রয়াণে ময়দানে শোকের ছায়া নেমে এসেছে।
দীর্ঘ ২৩ বছর মোহনবাগানের প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন অঞ্জন মিত্র। অর্থসচিব হিসেবে তাঁর অন্তর্ভুক্তি হয় ১৯৯৫ সালে। এরপর আসেন সচিব পদে। ২০১৮ সালে সেই পদে থেকেই তিনি ক্লাবের প্রশাসক হিসেবে বিদায় নেন। মোহনবাগান ক্লাবের উন্নয়নে তাঁর অবদান অপরিসীম।