প্রয়াত পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত, বিনোদন দুনিয়ায় শোকের ছায়া

0
438

 

দেশের সময় ওয়েবডেস্কঃ বিনোদন দুনিয়ায় ফের দুঃসংবাদ।  প্রয়াত প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত। বৃহস্পতিবার ভোর ৬টা নাগাদ দক্ষিণ কলকাতায় নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৭ বছর। তাঁর মৃত্যুতে বাংলা চলচ্চিত্র জগতে এক সোনালী অধ্যায়ের অবসান হল।

পরিবার সূত্রে খবর, বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন দীর্ঘদিন। কিডনির সমস্যা ছিল তাঁর। ডায়ালিসিস চলছিল। বুধবারও ডায়ালিসিস হয়। এদিন আরও এক দফা ডায়ালিসিস হওয়ার কথা ছিল। ভোরবেলা তাঁর স্ত্রী ডাকতে গিয়ে দেখেন সাড়া দিচ্ছেন না বুদ্ধদেববাবু। পরে ডাক্তার এসে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।তাঁর মৃত্যুতে বিনোদন দুনিয়ায় নেমেছে শোকের ছায়া। 

১৯৪৪ সালে পুরুলিয়ার আনারা গ্রামে জন্ম। বাবা ছিলেন রেলের ডাক্তার। ছোটবেলা কেটেছে পুরুলিয়াতেই। বারো বছর বয়সে কলকাতায় আসেন। স্কটিশ চার্চ কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন।

হাওড়ার দীনবন্ধু স্কুলে পঠনপাঠন শুরু।অর্থনীতির অধ্যাপক হিসেবেই তাঁর কর্মজীবন শুরু হয়।বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ শ্যামসুন্দর কলেজে অধ্যাপনা করেছেন।  এরপর ছবি তৈরির ভাবনা থেকেই কলকাতা ফিল্ম সোসাইটির সদস্যপদ গ্রহণ করেন তিনি। 

চলচ্চিত্র জগতে প্রথম পা রাখেন ১৯৬৮ সালে। তাঁর তৈরি ১০ মিনিটের তথ্যচিত্র ‘দ্য কন্টিনেন্ট অব লাভ’ বেশ জনপ্রিয় হয়। ১৯৭৮ সালে প্রথম পূর্ণদৈর্ঘ্যের ফিচার ফিল্ম তৈরি করেন যার নাম ‘দূরত্ব’।

চলচ্চিত্র জগতে শুধু নয় সাহিত্যজগতেও নাম ছিল বুদ্ধদেব দাশগুপ্তের। তাঁর বিখ্যাত সিনেমাগুলির মধ্যে রয়েছে ‘বাঘ বাহাদুর’, ‘তাহাদের কথা’, ‘চরাচর’ ও ‘উত্তরা’।  শ্রেষ্ঠ পাঁচটি সিনেমা বাঘ বাহাদুর (১৯৮৯), চরাচর (১৯৯৩), লাল দরজা (১৯৯৭), মন্দ মেয়ের উপাখ্যান (২০০২), কালপুরুষ (২০০৮), দূরত্ব (১৯৭৮)-এর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি। ‘তাহাদের কথা’ বাংলায় সেরা ফিচার ফিল্মের সম্মান পেয়েছিল, এই সিনেমার জন্য জাতীয় পুরস্কারও পেয়েছিলেন পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত।

তাঁর একাধিক কবিতাও স্বীকৃতি পেয়েছে। তাঁর শ্রেষ্ঠ রচনাগুলির মধ্যে রয়েছে ‘গভীর আড়ালে’, ‘কফিন কিম্বা সুটকেস’,  ‘ছাতা কাহিনি’, ‘রোবটের গান’, ‘শ্রেষ্ঠ কবিতা’, ‘ভোম্বোলের আশ্চর্য কাহিনি  ও অন্যান্য কবিতা’ ইত্যাদি।

বিনোদুনিয়ার পাশাপাশি সাহিত্য জগতেও অবদান রয়েছে তাঁর। বুদ্ধদেব দাশগুপ্তের মৃত্যুতে শোকে পাথর তাঁর চেনা পরিচিতরা। বিশিষ্ট পরিচালকের মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘‌বিশিষ্ট চিত্রপরিচালক বুদ্ধদেব দাশগুপ্তের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। বুদ্ধদেব দাশগুপ্ত স্পেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, এথেন্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন অ্যাওয়ার্ড, বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন বিয়ার পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অজস্র সম্মানে ভূষিত হয়েছেন। তাঁর মৃত্যুতে চলচ্চিত্র  জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি বুদ্ধদেব দাশগুপ্তের পরিবার–পরিজন ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’‌ 

Previous articleDaily Horoscope: কন্যা রাশির সঞ্চয় বৃদ্ধি! অন্যান্য রাশির জাতকদের কেমন কাটবে সূর্যগ্রহণের দিন? জানুন
Next articleএবার সাগরদ্বীপের কাছে মন্দিরতলা এলাকায় হুগলি নদীর উপর টর্নেডো

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here