প্রেম আজ মধুরতর মেষের,সিংহর আর্থিক অবস্থা মজবুত হবে,আর আপনার টা জানুন রাশিফল দেখে

0
875

মেষ/ARIES

বকেয়া কাজগুলো এবার করে ফেলার সময়। প্রেম আজ মধুর থেকে মধুরতর হয়ে উঠবে। মনে হবে জীবন সঙ্গীর সঙ্গে সামান্য কিছু মতভেদ হতে পারে। কোনও সামাজিক অনুষ্ঠানে যোগদান মনকে আনন্দ দেবে। ছাত্রছাত্রীর মধ্যে শুভ যোগ থাকবে। ব্যবসায়ীদের কিছু অতিরিক্ত লাভ আজ হতে পারে। বন্ধুবান্ধবদের সঙ্গে সন্ধ্যাযাপন সুখকর হবে।  

বৃষ / TAURUS

স্বাস্থ্য শুভ। তবে বেশি ঘোরাঘুরি বা পরিশ্রমে একটু ক্লান্তি আসবে। জায়গা-জমির কারবারি বা প্রোমোটারদের জন্য আজ বেশ লাভজনক দিন। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির ইঙ্গিত রয়েছে তবে চেষ্টা করুন বাড়াবাড়ি যাতে না হয়। চাকরিজীবীরা কর্তৃপক্ষের সাপোর্ট পাবেন। ছাত্রছাত্রীরা সুফল পেতে পারেন। বিশেষত ম্যানেজমেন্ট বা আইনের পড়ুয়াদের জন্য ভালো সময়।

মিথুন GEMINI

আপনার ক্ষমতা ভালো করে বুঝে নিন। শুধু অন্যদের সন্তুষ্ট করার জন্য কিছু কথা দেবেন না। আর্থিক কারণে কারও সাথে মতভেদ হতে পারে। আপনার সন্তানের কৃতিত্বে আজ আপনি আনন্দিত হবেন। আজ প্রেমের জীবন ভীষণ আনন্দের। যারা লিভ টুগেদার করছেন তাঁদের আজ দারুন কাটবে।

কর্কট CANCER

আজ শরীরে একটু ব্যথা বেদনা অনুভব হবে। বিশেষত বয়স্ক লোকেদের আজ হাঁটুর যন্ত্রণা ভোগাবে। কিছু জ্বর-জ্বালা থেকেও সাবধানে থাকুন। প্রয়োজনে ডাক্তারবাবুর পরামর্শ নিন। সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। ভালোবাসার জীবন থাকবে স্বপ্নময়। আপনার কঠোর পরিশ্রম ও উদ্যোগের ফল আজ পাবেন। ব্যবসায় আজ শুভ যোগ।

সিংহ LEO

ধোঁয়াশা এড়িয়ে চলুন। আর্থিক অবস্থা আজ মজবুত হবে। পরিবারের লোকেদের সঙ্গে মধুর সম্পর্ক বজায় থাকবে। প্রেমিক-প্রেমিকার জন্য দিন বেশ ভালই কাটবে বলা যায়। গৃহে ধর্মীয় অনুষ্ঠানে অতিথি সমাগম হতে পারে। জ্যোতিষী পূজারীদের কিছু অতিরিক্ত লাভ হতে পারে। হোটেল ব্যবসায় লাভের আশা। ওষুধ ব্যবসায়ীদের বেশ ভালো লাভ। 

কন্যা VIRGO 

কাজের চাপ থাকবে তাই সন্ধ্যের পর ক্লান্ত বোধ করবেন। কিছু নতুন জায়গা জমি কেনার কথা ভাবতে পারেন। পরিবারের কোনও লোকের বিরূপ আচরণ মনে অশান্তির সৃষ্টি করবে। আজকে প্রেমে ভালো কিছু আশা করবেন না। কর্মক্ষেত্রে সিনিয়ররা আপনার প্রতি খুবই সদয় থাকবেন। স্বামী স্ত্রীর পরামর্শে আজ লাভই হবে। 

তুলা LIBRA

কিছু ঋণ হওয়ার যোগ আছে। সন্ধ্যায় কোনও বন্ধুর বাড়িতে আজ নিমন্ত্রণ থাকতে পারে। প্রেমে মাথা নিচু করে চলার কিছু নেই, যা বলার আজ স্পষ্ট করেই বলে ফেলুন। ব্যবসায় খুব বেশি লাভের যোগ নেই। তবে গাড়ির ব্যবসায় ভালো অর্ডার পেতে পারেন। শিল্পীদের কিছু শুভ যোগাযোগ আসতে পারে।

বৃশ্চিক SCORPIO

মনে একটা পজিটিভ চিন্তা থাকবে তবে বাজে অর্থ খরচা থেকে বিরত থাকুন। নেশা আপনার জীবনে ক্ষতির কারণ হতে পারে। যে কোনও ধরনের তর্ক বিতর্ক আজ এড়িয়ে চলুন। মনে রাখবেন ভালোবেসেই মানুষের হৃদয় জয় করতে হবে। ছাত্র-ছাত্রীর শুভ ফল। স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক বজায় থাকবে।  

ধনু SAGITTARIUS

বিদেশ থেকে কোনও ভালো খবর আশা করা যায়। কাউকে অর্থ ধার দেওয়া থেকে বিরত থাকুন কারণ পরে আর ফেরত নাও পেতে পারেন। প্রেমিক-প্রেমিকাদের জন্য বেশ শুভ সময়। যোগ্য ক্ষেত্রে বিবাহের ভালো সম্বন্ধ আসতে পারে। বিজ্ঞানের পড়ুয়াদের জন্য বেশ ভালো দিন। আজ ব্যবসায় লাভ হবে। 

মকর CAPRICORN

কোনও ধর্মীয় স্থানে ভ্রমণ হতে পারে। জমি জায়গা প্রোমোটারি ব্যবসায় কিছু অতিরিক্ত লাভের আশা আছে। বাড়ির কোনও ব্যক্তির সাথে তর্ক বিতর্কে মন খারাপ হতে পারে। গুরুজন ব্যক্তির স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে। ছাত্র-ছাত্রীর চলার পথে বাধা।

কুম্ভ AQUARIUS

কাউকে অর্থ ধার দেওয়া থেকে বিরত থাকুন। সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। রাজনৈতিক ব্যক্তিদের আজ জনসংযোগ বৃদ্ধি হবে। ডাক্তারবাবুদের জন্য অতি শুভ দিন। হোটেল ব্যবসায়ী এবং ইঞ্জিনিয়ারদের জন্য শুভ দিন, অতিরিক্ত আর্থিক লাভ হতে পারে। আজ যানবাহন সাবধানে চালান আর গাড়ির কাগজপত্র দেখে নিন বেরোবার সময় নতুবা পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়বেন।

মীন PISCES

ছাত্র-ছাত্রীর শুভ ফল। বিশেষত আর্টসের ছাত্র ছাত্রী ও শিল্পীদের জন্য দিনটা বেশ ভালো। হোটেল ব্যবসায় কিছু লাভের আশা, নতুন অর্ডার প্রাপ্তির যোগ। গৃহে অতিথি সমাগম ও ধর্মীয় অনুষ্ঠান হতে পারে। স্পন্ডিলাইটিস এর সমস্যা বাড়তে পারে৷

Previous articleরাজ্যে নতুন ৩টি সরকারি ছুটি, ১৫ নভেম্বর, ১৩ ফেব্রুয়ারি ও মধুকৃষ্ণ ত্রয়োদশী, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Next article‘এনআরসি নিয়ে ভয় পাবেন না’জলপাইগুড়িতে অভয়বাণী মমতার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here