প্রেমের ভুল বোঝাবুঝি কাটিয়ে ওঠার সম্ভবনা! আপনার রাশিফল মিলিয়ে দেখুন:

0
680

মেষ রাশি– আর্থিক ক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনা। প্রেমের ভুল বোঝাবুঝি কাটিয়ে ওঠার সম্ভবনা। স্বাস্থ্যের উন্নতি হবে। স্বল্প ভ্রমণ হতে পারে। 

বৃশ রাশি– কর্ম ব্যস্ত থাকবেন। আর্থিক উন্নতি হবে। পরিবারে অতিথি আসতে পারেন।

মিথুন রাশি-  ব্যর্থতা নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন। নতুন ব্যবসা শুরু করবেন না। পরিবারে কোনও শুভ কাজের সম্ভাবনা রয়েছে। 

কর্কট রাশি– স্থগিত কাজ শেষ হবে। ক্যারিয়ার পরিবর্তনের সম্ভাবনা। পারিবারিক কলহ এড়িয়ে চলুন।  প্রেমের ক্ষেত্রেও সাফল্য আসবে। 

সিংহ রাশি– কোনও সাফল্য আসবে। আর্থিক দিক থেকে উপকৃত হবে। পারিবারিক ব্যস্ততা থাকবে। 

কন্যা রাশি– চাকরিতে পদোন্নতি হবে। অনেক দূরে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। ধনরাশিও লাভের সম্ভাবনা। 

তুলা রাশি– বিতর্কে জড়াবেন না। কেরিয়ারে সমস্যা থাকবে। পরিবারে উত্তেজনা দেখা দিতে পারে। বন্ধুর কাছ থেকে সহযোগিতায় উপকৃত হবে।

বৃশ্চিক রাশি– এই রাশিচক্রের বিবাহ স্থির হতে পারে। ব্যবসায়ের সমস্যা সমাধান হবে। স্বাস্থ্যের যত্ন নিন।


ধনু রাশি–  অবস্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ব্যস্ততা বাড়বে। কোনও বন্ধুর সঙ্গে দেখা হবে।


মকর রাশি–  সমস্যার সমাধান হবে। স্থগিত কাজ শেষ হবে। অকারণ চিন্তা করা বন্ধ করুন। অন্যের দায়িত্ব নেবেন না। 

কুম্ভ রাশি–  স্বাস্থ্যের যত্ন নিন। অকারণে চিন্তা করবেন না। উপহার পাওয়ার সম্ভাবনা রয়েছে। 

মীন রাশি–  কর্মজীবনের অবস্থা উন্নতি হবে। শিক্ষাক্ষেত্রে সাফল্য পাবেন। সম্পর্কের যত্ন নিন।

Previous articleছবির লড়াই:Photo fight/Editor’s Choice
Next articleবাতাসে হেমন্তের শিরশিরানি, বাংলাজুড়ে শীতের আমেজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here