দেশের সময় ওয়েবডেস্কঃ বুধবার থেকে শুরু হয়েছে আনলক-২। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেছিলেন, এই পর্বে মর্নিং ওয়াকে ছাড় দেওয়া হবে। এদিন সেই মর্নিং ওয়াক ঘিরেই তৃণমূল-বিজেপি সংঘাত বাঁধল ভাঙড় লাগোয়া নিউটাউনে।

বিজেপির অভিযোগ, রাজ্য সভাপতি তথা দিলীপ ঘোষ মর্নিং ওয়াক করার পর লেদার কমপ্লেক্স থানা এলাকার একটি বাজারে কর্মীদের নিয়ে চা খাচ্ছিলেন। তখনই তৃণমূলের লোকজন হামলা চালায়। ধাক্কাধাক্কি করা হয় মেদিনীপুরের সাংসদকেও। গেরুয়া শিবিরের আরও অভিযোগ, বেশ কয়েকটি গাড়িতেও ভাঙচুর চালিয়েছে তৃণমূলের বাহিনী। বিজেপির সমস্ত অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে তৃণমূল।

সল্টলেকের বাড়ি বদলে গত সপ্তাহেই নিউটাউনের নতুন ফ্ল্যাটে গিয়েছেন দিলীপ। এদিন স্থানীয় কচপুকুর এলাকায় বেশ কয়েকজন কর্মীকে সঙ্গে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন। তখনই গণ্ডগোলের সূত্রপাত। দ্য ওয়ালকে দিলীপ ঘোষ বলেন, “সামনে ভোট আসছে। দিদিমণির টার্গেট এখন বিজেপি। আগামী দিনে এই রকম ঘটনা আরও বাড়বে। তৃণমূল আরও অশান্তি পাকানোর চেষ্টা করবে। আমরা তৈরি আছি।”

বিজেপির রাজ্য সভাপতির আরও অভিযোগ, মহসিন গাজি নামক স্থানীয় তৃণমূল নেতার নেতৃত্বেই এদিন হামলার ঘটনা ঘটেছে। বিজেপির অভিযোগ, মহসিন গাজি তৃণমূল নেতা তথা বিধাননগর কর্পোরেশনের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ের অনুগামী।
যদিও গোটা ঘটনা নিয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেছেন তাপস চট্টোপাধ্যায়। একদা প্রতাপশালী সিপিএম নেতা তাপসবাবু বলেন, “এ ব্যাপারে আমি কিছু জানি না। তবে শুনেছি বিজেপিই গন্ডগোল পাকাতে গিয়েছিল। এলাকায় অশান্তি ছড়াতে গিয়েছিল। সাধারণ মানুষ প্রতিবার করেছে।”

ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম বলেন, এই কঠিন পরিস্থিতির মধ্যে দিলীপবাবুর সাধারণ মানুষকে উত্যক্ত করার কোন দরকার ছিল না। তবে ভাঙড়ে আজ যে ঘটনা ঘটেছে সেটা না হলে হত।
কড়া লকডাউন থেকে আনলক পর্বে ঢুকতেই একাধিক রাজনৈতিক সংঘর্ষ ঘটেছে জেলায় জেলায়। গত মাসে লেকটাউনে বিজেপি নেতা সব্যসাচী দত্তর উপরেও হামলার ঘটনা ঘটেছিল। সব্যসাচীর নিরাপত্তার দায়িত্বে থাকা এক সিআইএসএফ জওয়ান গুরুতর আহত হয়েছিলেন। এবার উত্তেজনা ছড়াল নিউটাউনে।

পর্যবেক্ষকদের মতে, ভাঙড় লাগোয়া নিউটাউনের ওই এলাকা বরাবরই রাজনৈতিক ভাবে উত্তেজনাপ্রবণ। সেই বাম জমানা থেকেই তা চলছে। একটা সময় লাউহাটি মোড় সংলগ্ন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার সীমান্ত এলাকায় রোজই প্রায় বোমা-গুলির শব্দ লেগে থাকত। এদিন ফের একবার উত্তপ্ত হল নিউটাউন।
