প্রস্তুতি শুরু মোহন-ইস্টের

0
732

দেশের সময়: – জর্জের বিরুদ্ধে বড় জয় এখন অতীত। বৃহস্পতিবার কল্যাণীতে রাজদীপ নন্দীর দল এরিয়ানের বিরুদ্ধে ম্যাচ।
তাই মঙ্গলবার যুবভারতীর ট্রেনিং গ্রাউন্ডে এরিয়ান ম্যাচের প্রস্তুতি শুরু করল মোহনবাগান। বাগান কোচ কিবু ভিকুনা আগেই বলে দিয়েছেন বাকি ম্যাচগুলোকে নক আউট ম্যাচ হিসেবে দেখছেন। তাই এরিয়ান ম্যাচ নিয়ে দারুণ সিরিয়াস মোহন কোচ।

যুবভারতীতে ছোট ছোট পাসে অনুশীলন করেছে বাগান। পাশাপাশি সেট পিস ও কড়া ফিজিক্যাল ট্রেনিং করিয়েছেন ভিকুনা। বাগান
টিম ম্যানেজমেন্ট মনে করছে এই ছন্দ ধরে রাখতে পারলে লিগ খেতাব নিশ্চিত হতে পারে। তাই এরিয়ান ম্যাচ নিয়ে এত সিরিয়াস
তারা।

এদিকে, পিয়ারলেস ম্যাচের হ্যাং ওভার কাটিয়ে ওঠার জন্য মরিয়া ইস্টবেঙ্গল। ওই ম্যাচের হার ভুলে সামনে তাকাতে চাইছেন
আলেজান্দ্রো মেনেন্দেজ। এদিন সাইতে পুরো দল কুলিং সেশন করল। কুলিং সেশনে ভলি খেলেন লাল-হলুদ ফুটবলাররা।

পিয়ারলেসের বিরুদ্ধে হারের পরে লিগ খেতাব থেকে অনেকটা দূরে সরে গিয়েছে লাল-হলুদ। তবুও বৃহস্পতিবার কালীঘাট এমএস
ম্যাচে ফোকাস রাখছে আলেজান্দ্রোর দল। এদিনের অনুশীলনে দলের ভুল-ভ্রান্তি ধরিয়ে দিয়েছেন আলেজান্দ্রো।

Previous articleবনগাঁ চাঁদায় বুজরুকের ডেরায় হানা দিলেন বিজ্ঞান ও যুক্তিবাদী মঞ্চের সদস্যরা, পলাতক বুজরুকী
Next articleজম্মু ও কাশ্মীরের সম্পত্তি ভাগাভাগির দায়িত্ব বাঙালি আমলার হাতেই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here