

শেষ ছবির মুক্তি আর দেখা হল না। এদিন বিকেল থেকে হাসপাতাল চত্বরে বেড়েছিল তৎপরতা। তড়িঘড়ি ধর্মেন্দ্রকে দেখতে ছুটেছিলেন হেমা মালিনিও। গোটা ভারত তখন তাঁর দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছিল। তবে শেষ রক্ষা হল না। সকলকে কাঁদিয়ে চির বিদায় নিলেন রূপলি পর্দার হি-ম্যান ধর্মেন্দ্র।

শোকস্তব্ধ বলিউড। নাহ, এবার আর মিরাকেল ঘটল না। ১১ নভেম্বর একইভাবে ছড়িয়ে পড়েছিল ধর্মেন্দ্রর মৃত্যু সংবাদ। তবে গোটা দেশের প্রার্থনায় সেবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন তিনি। তবে এবার আর ফেরা হল না। সোমবার বেলায় গোটা ভারতের বুকে নেমে এল অন্ধকার। এদিন সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। এ যেন এক যুগের অবসান।

সোমবার দুপুরে মুম্বইয়ের জুহুতে ধর্মেন্দ্রের বাড়ির সামনে হঠাৎ একটি অ্যাম্বুল্যান্স থামতেই যেন চারদিকে ছড়িয়ে পড়ল উৎকণ্ঠা। একটি বলিউড নির্ভর ইনস্টাগ্রাম পেজ সেই ভিডিওটি শেয়ার করার পর মুহূর্তে ভাইরাল হয়ে যায়, আর উদ্বিগ্ন হয়ে ওঠেন কোটি কোটি ভক্ত। ভিডিওতে দেখা গিয়েছে, অ্যাম্বুল্যান্সটি ধীরে ধীরে এগিয়ে এসে দাঁড়াচ্ছে অভিনেতার বাসভবনের দরজায়, মেডিক্যাল টিম নেমে বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে। আর তার পরেই প্রশ্নের ঝড়—ধর্মেন্দ্র কি তবে ফের কোনও সমস্যায়?

পরিবারের তরফ থেকে এখনও কোনও অফিসিয়াল আপডেট নেই, তবে মুম্বইয়ের একাধিক সংবাদমাধ্যমের থেকে পাওয়া খবর অনুযায়ী ধর্মেন্দ্র আর নেই।
সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, ইতিমধ্যেই অভিনেতার বাড়ির সামনে ভিড় জমাচ্ছে তারকারা। সজল চোখে গাড়ি করে শ্মশানেও পৌঁছতে দেখা যায় হেমা মালিনীকে। যদিও সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি পরিবারের কেউ। অভিনেতার বাড়ির সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা।

মাসের শুরুর দিকেই ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তিনি। ৩১ অক্টোবর থেকে সেখানে ভর্তি ছিলেন চিকিৎসার জন্য। হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পর তাঁর পরিবার জানিয়েছিল, বাড়িতেই চলবে দীর্ঘ পুনর্বাসন পর্ব। একইসঙ্গে অনুরোধ করেছিলেন, যেন কেউ অকারণ জল্পনা না করেন। ভক্তদের ভালবাসা ও উদ্বেগের জন্য পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল আন্তরিক কৃতজ্ঞতা।
এরপর থেকেই তাঁর শারীরিক অবস্থার কথা খুব একটা সামনে আসেনি। এর আগে তাঁর মৃত্যুসংবাদ রটায় পরিবারের তরফ থেকেও সংবাদমাধ্যমকে কিছু জানানো হয়নি। তবে এ দিন সকাল থেকেই বাড়ির সামনে ভিড়। বর্ষীয়ান অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে। সূত্র জানাচ্ছে, তিনি আর নেই। তবে পরিবারের তরফ থেকে অফিসিয়াল বিবৃতির অপেক্ষা করছেন সারা বিশ্বে ছড়িয়ে থাকা তাঁর ভক্তকুল।

আগামী ডিসেম্বর মাসে ৯০ বছরে পা রাখবেন ধর্মেন্দ্র। ৮৯ বছর বয়স হলেও, বলিউডে এখনও দাপটের সঙ্গে কাজ করে চলেছেন। জয়া বচ্চন ও শাবানা আজমির সঙ্গে জুটি বেঁধে করণ জোহরে ‘রকি অউর রানি কি প্রেমে কাহানি’ ছবিতে তাঁর অভিনয় সিনেমার পর্দায় ম্যাজিক তৈরি করেছিল। এমনকী, সদ্য প্রকাশ্যে এসেছিল তাঁর পরবর্তী ছবির ঝলক।

তবে সেই ছবির মুক্তি আর দেখা হল না। সোমবার বিকেল থেকে হাসপাতাল চত্বরে বেড়েছিল তৎপরতা। তড়িঘড়ি ধর্মেন্দ্রকে দেখতে ছুটেছিলেন হেমা মালিনিও। গোটা ভারত তখন তাঁর দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছিল। তবে শেষ রক্ষা হল না। সকলকে কাঁদিয়ে চির বিদায় নিলেন রূপলি পর্দার হি-ম্যান ধর্মেন্দ্র। ভারতীয় চলচ্চিত্র জগতের এক অধ্যায়ের অবসান।



