প্রধানমন্ত্রীর করোনা তহবিলে ২৫ হাজার টাকা দিলেন মোদীর মা

0
1491

দেশের সময় ওয়েবডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা মোকাবিলার জন্য বিশেষ তহবিল গঠন করেছেন। তিনি ডাক দিয়েছিলেন, যাঁদের যা সামর্থ্য তাঁরা তা-ই দিন করোনা মোকাবিলার জন্য। সেই ডাকে এবার দান করলেন নরেন্দ্র মোদীর বৃদ্ধা মা হীরা বেন। তাঁর সঞ্চয় থেকে ২৫ হাজার টাকা দিয়েছেন তিনি।

৯৮ বছর বয়সি হীরা বেন থাকেন গুজরাতের গান্ধীনগরে রাইসিন গ্রামে। সেখানে তাঁর সঙ্গে থাকেন ছোট ছেলে পঙ্কজ মোদী।

গত ২২ মার্চ জনতা কার্ফুর বিকেলে স্বাস্থ্য ও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের ধন্যবাদ জানাতে পাঁচ মিনিট হাততালি, থালা বা ঘণ্টা বাজানোর আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেদিন বিকেলেও দেখা গিয়েছিল হীরা বেনকে বাড়ির দোড়গোড়ায় একটি চেয়ারে বসে থালা বাজাতে। শুধু তো তাই নয়, ২০১৬ সালে নোটবন্দির সময়ে ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে ৫০০ ও হাজারের বাতিল নোট জমা দিতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রীর মাকে।

করোনার জন্য ‘পিএম কেয়ারস’ নামের তহবিল গড়েছেন মোদী। যদিও অনেকের প্রশ্ন ছিল, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল তো এমনিই আছে। তাতে মজুত রয়েছে ৩ হাজার ৮০০ কোটি টাকা। তাহলে এখন আবার নতুন তহবিলের কী প্রয়োজন? প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, এই তহবিল স্বাস্থ্য ক্ষেত্রের জন্য দীর্ঘ সময় ধরে চালানো হবে। প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে এর ফারাক রয়েছে। এদিন সেই তহবিলেই ২৫ হাজার টাকা দিলেন মোদীর মা।

Previous articleপ্রধানমন্ত্রী ও রাজ্যের ত্রাণ তহবিলে ৫ লক্ষ টাকা করে দান করলেন মমতা
Next articleমঙ্গলবার থেকে বাংলায় খুলল মিষ্টির দোকান, 8 ঘণ্টার জন্য হলেও স্বস্তি ব্যবসায়ীদের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here