প্রথম দুই দফার ভোটে ৫৭ জন প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি,তালিকা দেখুন

0
2504

দেশের সময় ওয়েবডেস্কঃ বাংলায় বিধানসভা নির্বাচনে প্রথম দুই দফার ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করে দিল বিজেপি। শনিবার সন্ধ্যায় দিল্লিতে বিজেপি সদর দফতরে সাংবাদিক বৈঠক করে ওই তালিকা ঘোষণা করেছেন দলের সাধারণ সম্পাদক অরুণ সিং।

প্রথম দুই দফায় মোট ৬০ টি আসনে ভোট গ্রহণ করা হবে। তবে বিজেপি এদিন ৫৭ জনের নাম ঘোষণা করেছে। এই ৫৭ জনের মধ্যে আবার একটি আসন ছাড়া হয়েছে আজসুকে। অরুণ সিং জানিয়েছেন, রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সভার পর বাকি ৩ আসনে প্রার্থীদের নামও ঘোষণা করে দেওয়া হবে।

Previous articleবনগাঁর পর অশোকনগর বিধানসভার তৃণমূল প্রার্থী ধীমান রায়ের বিরুদ্ধে পথে নামলেন তৃণমূলেরই বিক্ষুব্ধ গোষ্ঠী
Next articleনন্দীগ্রামে সম্মুখ সমরে মমতা-শুভেন্দু,‘দিদি আপকো নেতা বানাকেহি ছোড়েঙ্গি’, বললেন প্রধানমন্ত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here