দেশের সময় ওয়েবডেস্কঃ বাংলায় বিধানসভা নির্বাচনে প্রথম দুই দফার ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করে দিল বিজেপি। শনিবার সন্ধ্যায় দিল্লিতে বিজেপি সদর দফতরে সাংবাদিক বৈঠক করে ওই তালিকা ঘোষণা করেছেন দলের সাধারণ সম্পাদক অরুণ সিং।
প্রথম দুই দফায় মোট ৬০ টি আসনে ভোট গ্রহণ করা হবে। তবে বিজেপি এদিন ৫৭ জনের নাম ঘোষণা করেছে। এই ৫৭ জনের মধ্যে আবার একটি আসন ছাড়া হয়েছে আজসুকে। অরুণ সিং জানিয়েছেন, রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সভার পর বাকি ৩ আসনে প্রার্থীদের নামও ঘোষণা করে দেওয়া হবে।