প্রথম দিনেই জমজমাট বনগাঁয় হস্তশিল্প মেলা

0
1356

দেশের সময় ওয়েবডেস্ক:রাজ্য ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র বিভাগের উদ্যোগে বনগাঁ তে শুরু হলো আঞ্চলিক হস্তশিল্প মেলা৷ শনিবার বিকেলে এই মেলার উদ্বোধন করলেন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী রত্না ঘোষ কর ৷উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি মিনা মন্ডল বনগাঁর মহকুমা শাসক কাকলি মুখোপাধ্যায়, বিধায়ক বিশ্বজিৎ দাস, পুরো প্রধান শঙ্কর আঢ্য সহ বিভিন্ন প্রতিনিধি এবং আধিকারিকেরা ।

খেলাঘর ময়দানে আসর বসেছে ৷দপ্তর সূত্রে জানা গেছে রাজ্যের কয়টি জেলা থেকে প্রায় সাড়ে 800 হস্তশিল্পী এই মেলায় তাদের শিল্প সম্মান নিয়ে হাজির হয়েছেন ৷

২১ জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে৷ দুপুর ১টা থেকে রাত ৯ টা পর্যন্ত সর্বসাধারনের জন্য এই মেলা খোলা থাকছে মেলা উদ্বোধন করার আগে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন মন্ত্রী৷ বিভিন্ন জেলা থেকে আসা নানান ধরনের শিল্পীদের সঙ্গে কথা বলেন তিনি তাদের সুবিধা-অসুবিধার কথা জানতে চান পরে সাংবাদিকদের তিনি বলেন রাজ্য জুড়ে এমন প্রচুর শিল্পী রয়েছেন, বাম আমলে এই শিল্পীর আত্ব ছিল তৃণমূল ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদেরকে নিয়ে ভাবনাচিন্তা শুরু হয় এরপর এই রাজ্যের বিভিন্ন প্রান্তে বাজার তৈরি করা হয় যেখানে হস্ত শিল্পীরা তাদের উৎপাদিত সামগ্রী বিক্রি করার সুযোগ পান। এছাড়া তাদেরকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ব্যাংকের মাধ্যমে ঋণ পাওয়ার ব্যবস্থা করা হয়েছে আগামীতে তাদেরকে নিয়ে আরো ভাবনাচিন্তা রাজ্য সরকারের রয়েছে বলে তিনি জানান৷

বনগাঁ পুরসভার পুর প্রধান শঙ্কর আঢ্য বলেন সিপিএম আমলে মানুষ হাঁট ,বাজার ঠিক মত করতে পারতেননাবনগাঁয

,মেলা এখানকার মানুষের স্বপ্ন ছিল, সেই স্বপ্ন আজ বাস্তবে রুপ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়,

আমরা তাঁর অনুপ্রেরণায় রাজ্যের অন্যান্য শহরের মত বনগাঁ শহরে এই আঞ্চলিক হস্তশিল্প মেলাকে সমস্ত মানুষের কাছে তুলে ধরেছি৷

Previous articleসতীশ চন্দ্র মেমোরিয়াল স্কুলের বার্ষিক অনুষ্ঠান
Next articleVotingPortability Right(VPR)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here