পোশাক ব্যবসায়ীরা লাভবান হতে পারেন জানুন রাশিফল

0
526

মেষ – পোশাক ব্যবসায়ীরা লাভবান হতে পারেন। দিনটি ব্যয়বহুল। বেকারদের কর্মলাভের যোগ। 

বৃষ – সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে। ভাই বোনার সঙ্গে মতের পার্থক্য। অফিসে মন দিয়ে কাজ করুন।

মিথুন – আর্থিক পরিস্থিতি সন্তোষজনক। স্বাস্থ্যের দিক থেকে দিনটি ভাল। শ্বশুরবাড়ি থেকে উপহার পেতে পারেন। 

কর্কট – কথার মাধ্যমে সকলের মন জয় করতে পারবেন। ব্যবসায়ীরা চ্যলেঞ্জের মুখোমুখি হতে পারেন। ব্যক্তিগত জীবনে ভাল ফল। 

সিংহ – কর্মক্ষেত্রে সাবধান হোন। ভুগতে পারেন হাঁটুর ব্যাথায়। মায়ের কারণে বাড়তে পারে খরচ। 

কন্যা – উত্তেজনায় বিপদের আশঙ্কা। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক। স্বাস্থ্যের প্রতি যত্নবান হোন।

তুলা – ভাল বন্ধুর কাছ থেকে ঠকতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি স্বাভাবিক। ব্যয় বৃদ্ধির জেরে বাজেটে চাপ। 

বৃশ্চিক – অফিসে নতুন কাজের দায়িত্ব পেতে পারেন। প্রিয়জনের থেকে উপহারের সম্ভাবনা। সাধুসেবার শান্তি। 

ধনু – দিনটি শুভ। অফিসের আধিকারিকরা আপনার কাজে খুশি হবেন। শারীরিক উন্নতির জন্য দূরে ভ্রমণে সম্ভাবনা। 

মকর – চাকরিজীবীদের জন্য আর্থিক ক্ষেত্রে দিনটি দারুণ। স্বাস্থ্য ক্ষেত্রে দিনটি মিশ্র। সন্তানদের সুখবর পেতে পারেন।

কুম্ভ – আইনি কাজে সাফল্যের সম্ভাবনা। লাভবান হতে পারেন ব্যবসায়ীরা। বিশ্রামে গুরুত্ব দিন। 

মীন – মন থেকে নেতিবাচক ভাবনা দূর করুন। আর্থিক ক্ষেত্র সন্তোষজনক হবে। সন্তানের চঞ্চলতা নিয়ে দুশ্চিন্তা। 

Previous articleছবির লড়াই:Photo fight/Editor’s Choice
Next articleএবার কেন্দ্রের নজরদারিতে চলে এল অনলাইন নিউজ পোর্টাল ও নেটফ্লিক্সের মতো কনটেন্ট প্রোভাইডাররাও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here