দেশের সময় ওয়েব ডেস্কঃ পাঞ্জাবে ভারত–পাক সীমান্তে পাঁচ অনুপ্রবেশকারীকে গুলি করে মারল বিএসএফ। শনিবার ভোরের দিকে ঘটে এই ঘটনা।
বিএসএফ সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে পাঞ্জাবের তারণ তরণ সীমান্তের ওপারে কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন ১০৩ নম্বর ব্যাটেলিয়নের কর্তব্যরত জওয়ানরা। এরপর ভোর পৌনে ৫টা নাগাদ তারণ তরণ জেলার খেমকরনে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ৫ জন অনুপ্রবেশকারী ভারতে ঢোকার চেষ্টা করছিল। বিএসএফের ১০৩ নম্বর ব্যাটেলিয়নের টহলদারি দল অনুপ্রবেশকারীদের দেখতে পায়। সঙ্গে সঙ্গে তারা সতর্ক হয়ে যায়।
জওয়ানরা নিষেধ করলে টহলদারি দলটিকে উদ্দেশ্য করে গুলি ছুঁড়তে থাকে অনুপ্রবেশকারীরা। দু’পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। বিএসএফের গুলিতে পাঁচ অনুপ্রবেশকারী খতম হয়েছে। গোটা এলাকা ঘিরে তল্লাশি শুরু হয়েছে। ইতিমধ্যেই তল্লাশি চালিয়ে একটি একে ৪৭ রাইফেলস ও দুটি পিস্তল বাজেয়াপ্ত করেছেন বিএসএফ জওয়ানরা। জানা গেছে সীমান্তে লম্বা ঘাসের আড়ালে রাইফেল নিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল খতম হওয়া পাঁচ জন।