পাচঁ লাখ টাকা পর্যন্ত রিফান্ড মিলবে শীঘ্রই, আয়কর দফতরের বড় ঘোষণা

0
1205

দেশের সময় ওয়েবডেস্কঃ আয়কর রিটার্ন জমা দেওয়ার পরেও যাঁরা অতিরিক্ত জমা পড়া এখনও পাননি তাঁদের জন্য সুখবর। আয়কর দফতর জানিয়ে দিল ৫ লাখ টাকা পর্যন্ত রিফান্ড শীঘ্রই করদাতাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। আয়কর দফতর এই বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, এর ফলে উপকৃত হবেন কমপক্ষে ১৪ লাখ করদাতা।

শুধু তাই নয়, জিএসটি এবং কাস্টমের ক্ষেত্রেও যাঁদের রিফান্ড পাওয়ার কথা তাঁরা শীঘ্রই সেই টাকা পেয়ে যাবেন। ইতিমধ্যেই সমস্ত বিভাগকে এর জন্য নির্দেশ পাঠিয়ে দিয়েছে অর্থমন্ত্রক। এর ফলে প্রায় ১ লাখ ব্যবসায়ী উপকৃত হবেন। সব মিলিয়ে এর জন্য এক সঙ্গে প্রায় ১৮ হাজার কোটি টাকা রিফান্ড করতে হবে অর্থমন্ত্রককে।


একটা সময় ছিল যখন অতিরিক্ত জমা পড়া আয়করের চেক আসত বাড়িতে বাড়িতে। এখন আর সেই দিন নেই। আয়কর দফতর বাড়তি টাকা সরাসরি জমা দিয়ে দেয় করদাতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তাতেও অনেকটা সময় লাগে। এবার লকডাউনের সময়ে মানুষের হাতে টাকা দিতে সেই কাজে আরও গতি আনতে চাইছে কেন্দ্রীয় সরকার।
লকডাউন ঘোষণার পরে করদাতাদের সুবিধা করে দিতে আগেও অনেক সুবিধা দিয়েছ কেন্দ্র। ২০১৮-১৯ আর্থিক বছরের জন্য আয়কর জমা দেওয়ার শেষ দিন ছিল ৩১ মার্চ। তা বাড়িয়ে ৩০ জুন করেছে কেন্দ্রীয় সরকার। শুধু তা নয়, দেরিতে আয়কর জমা দেওয়ার জন্য যে সুদ দিতে হয় তাও ১২ শতাংশ থেকে কমিয়ে ৯ শতাংশ করা হয়েছে। এ ছাড়া পণ্য পরিষেবা কর তথা জিএসটি রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে ৩০ জুন করা হয়েছে।

Previous article৪৯ দিন লকডাউন চলবে ,১৯ মে পর্যন্ত আমাদের সাবধানে থাকতে হবে,এটা জরুরি’: মুখ্যমন্ত্রী
Next articleকরোনার বিরুদ্ধে জিতব, মার্কিন প্রেসিডেন্টের ধন্যবাদের পর বার্তা মোদীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here