দেশের সময় ওয়েবডেস্ক: তাঁর সরকারের বিরুদ্ধে এমনিতেই বিরোধী অনাস্থা প্রস্তাব এনেছে সংসদে। সেই ভোটাভুটির ঠিক আগে মঙ্গলবার মধ্যরাতে নাটকীয় ঘটনা ঘটে গেল ইসলামাবাদে। তেহরিক ই পাকিস্তান তথা পিটিআই সরকারের অন্যতম শরিক দল মুত্তাহিদা কাওমি মুভমেন্ট তথা এমকিউএম হাত মিলিয়ে ফেলল বিরোধীদের সঙ্গে। ঢাকঢোল পিটিয়ে বুধবার সকালে তা ঘোষণা করেছেন প্রধান বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাবল ভুট্টো জারদারি।
বেকায়দায় ইমরান খান। পতন হতে চলেছে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর। তাদের জোটসঙ্গী মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান (এমকিউএম-পি) চুক্তিবদ্ধ হয়েছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)-র সঙ্গে। পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি টুইট করে ইতিমধ্যেই সে কথা জানিয়েছেন।
৩৪২ আসন বিশিষ্ট পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে ম্যাজিক ফিগার ১৭২। বর্তমানে ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সদস্য ১৫৫ জন। তাদের সঙ্গে ছিল মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান (এমকিউএম-পি)-এর সাত সদস্য। কিন্তু সূত্রের খবর, এমকিউএম-পি হাত ধরেছে পাকিস্তান পিপলস পার্টির। যার ফলে বিরোধী সংখ্যা দাঁড়াচ্ছে ১৭৭। অন্যদিকে, ইমরান ও তাঁর জোটসঙ্গী মিলিয়ে সংখ্যা দাঁড়াচ্ছে ১৬৪। যার থেকে স্পষ্ট, পিটিআই সংখ্যাগরিষ্ঠতা হারাতে চলেছে।
প্রসঙ্গত, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের ওপর আগামী ৩ এপ্রিল ভোটাভুটি হবে। আর সেই ভোটাভুটিতেই স্পষ্ট হয়ে যাবে সেই চিত্র। যদিও ইমরান খান দাবি করেছেন, ‘বিদেশি অর্থের মাধ্যমে পাকিস্তানে সরকার পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। কিন্তু জাতীয় স্বার্থে আমরা আপস করব না।’