দেশের সময় ওয়েবডেস্কঃ সম্প্রতি ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিনের পোশাক ঘিরে বির্তক শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর পাঁচটা সাধারণ মেয়ের মতো পোশাকের কারণেই তাঁকে নিয়ে ট্রোল করা শুরু হয়েছে। যে ছবিকে ঘিরে এত বির্তক, তাতে দেখা গেছে সানা মারিন একটা ডিপ কাটের ব্লেজার পরে আছেন। এই ধরনের পোশাক একজন প্রধানমন্ত্রী কেন পরবেন, সে নিয়েই সানা মারিনকে ট্রোলড হতে হয়েছে। কুৎসিত মন্তব্য যেমন এসেছে তেমনই তাঁকে সমর্থন করে টুইটও করেছেন অনেকে।
ফিনল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এই মাসের শুরুতেই সানা মারিন এক বিখ্যাত ম্যাগাজিন ‘ট্রেন্ডি’র জন্য এক ফটোশ্যুট করেন। ছবির শ্যুটের জন্য তাঁকে কালো রঙের একটি ব্লেজার পরতে হয়। বিতর্ক শুরু হয় এই ব্লেজারের কাট ও ডিজাইন নিয়েই। সানার পরনে ছিল শুধুমাত্র ওই ব্লেজার এবং সেটি বুক পর্যন্ত কাটা। এই ছবিই কভারইমেজ করে ‘ট্রেন্ডি’। সানার পরনের ওই ব্লেজার দেখে প্রায় অধিকাংশ নেটিজেনের মনে হয়েছে ‘ইনঅ্যাপ্রোপিয়েট ড্রেস’! প্রধানমন্ত্রীর এমন পোশাক পরা উচিত নয়, এমনটাই মন্তব্য করেছেন নেটিজেনরা।
‘উনি কি সুপারমডেল না প্রধানমন্ত্রী?” এমন মন্তব্যে ভরে গেছে সোশ্যাল মিডিয়াল দেওয়াল। উড়ে এসেছে আরও নানা বক্তব্য, “প্রধানমন্ত্রী ফটোশ্যুট করবেন, না দেশের কথা ভাববেন?” তবে সমালোনচা যেমন হয়েছে, তেমনি প্রধানমন্ত্রীকে সমর্থন করেছেন অনেক নেটিজেনই। ছবি দেওয়ার প্রায় কিছুক্ষণ পরেই টুইটারে তাঁকে সমর্থন করে খালি গায়ে শুধু ব্লেজার পরে ছবি আপলোড করেন বেশ কিছু মহিলা। একশোর বেশি ছবিতে হ্যাশট্যাগ দিয়ে লেখেন #SupportSannaMarin । অনেকে লিখেছেন #ImWithSanna।
#sannamarin#imwithsanna#supportyourpm#equality pic.twitter.com/7FLzewg8yC
— Piccola (@EriPiccolaCosi) October 13, 2020
#supportsanna #kalevalakoru @trendimag @MarinSanna pic.twitter.com/vdw5nDc1Z9
— Sari Viinikainen (@SariViinikainen) October 10, 2020
আধুনিক যুগে নিজের পোশাকেও মেয়েদের যে স্বাধীনতা নেই এইধরনের মন্তব্যে তা স্পষ্ট বোঝা যায়। সম্প্রতি এক সমীক্ষায় জানা গেছে, সোশ্যাল মিডিয়ায় অকারণে অপমানিত ও কুৎসিত মন্তব্যের শিকার হন মেয়েরাই। এমনকি মেয়েরাও মেয়েদের অপমান করতে ছাড়েন না। যে কোনও বিষয়েই সবার আগে টার্গেট করেন মেয়েদের। এবার ছাড় পাননি প্রধানমন্ত্রীও। এমনিতেই প্রধানমন্ত্রীদের পক্ষে বিপক্ষে নানা কথা ওঠে। কিন্তু তাই বলে পোশাক নিয়েও নেটিজেনদের আক্রমণের মুখে পরতে হল প্রধানমন্ত্রীকে। এর থেকেই বোঝা যায় আধুনিক যুগে মানুষ এখনও কতটা পিছিয়ে।