নৈহাটি ব্রাত্যজন পরিবেশিত “দায়বদ্ধ”: কর্তব্য, দ্বিধা ও নিষ্ঠার এক টানটান নাট্যভাষ্য, নির্দেশনায় অরিত্র ব্যানার্জি

0
48

কলকাতা : এই সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে সামাজিক ও পারিবারিক মূল্যবোধের এক অন্তরালের প্রশ্ন তুলে ‘নৈহাটি ব্রাত্যজন’ মঞ্চস্থ করছে তাদের প্রশংসিত নাটক “দায়বদ্ধ”। অরিত্র ব্যানার্জীর নির্দেশনায় নাটকটি ইতিমধ্যেই বিশিষ্ট মহলে প্রশংসা অর্জন করেছে।

‘দায়বদ্ধ’ আমাদের নিয়ে যায় এক গম্ভীর ভাবনার জগতে—রক্তের সম্পর্কই কি আসল, না কি মূল্যবোধের উপর দাঁড়িয়ে থাকা সম্পর্কই আসল পরিচয়? পিতৃত্ব, দায়িত্ব, সমাজ ও নৈতিকতার জটিল গাঁথুনির মধ্যে দিয়ে নাটকটি এক অনবদ্য প্রশ্ন তোলে—একজন পুরুষ যদি অন্যের সন্তানকে আশ্রয় দিয়ে বড় করে তোলে, সে কি পিতা নয়? আমাদের সামাজিক মননে পিতা বলতে যে ছবি ফুটে ওঠে তাই কি একমাত্র ছবি? যে বটবৃক্ষের মতো পিতার ভূমিকায় যে মানুষ ছায়ায় লালন করে তার প্রতিচ্ছবি কীভাবে সমাজ নেবে?

পিতার ভূমিকায় শ্রী পার্থ ভৌমিক অত্যন্ত যত্নসহকারে ফুটিয়ে তুলেছেন সম্পর্কের বিভিন্ন মাত্রা। দায়িত্ববান পিতা থেকে শুরু করে সংসারের টানা পোড়েন সমস্তটাই অত্যন্ত সুচারু দক্ষতায় এই প্রযোজনায় তুলে ধরেছেন। মায়ের ভূমিকায় দেবযানী সিংহও অত্যন্ত প্রশংসা দাবী করেন।

চমৎকার আলোক পরিকল্পনা, নিখুঁত মঞ্চ রূপ এবং আবেগঘন অভিনয় এই নাটকটিকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। দেবাশীষ রায় এর মঞ্চ পরিকল্পনা গভীর নাট্য পরিবেশ তৈরি করে। সংগীত ও আবহে সমীর সরকারে নাটকটির আবেগকে বহুগুণে বাড়িয়ে তোলে।

৩১তম অভিনয় উপলক্ষে ২০ মে, সন্ধ্যে ৬ঃ৩০ টায়, নাটকটি মঞ্চস্থ হল মধুসূদন মঞ্চে। এটি শুধুমাত্র একটি নাট্য উপস্থাপনা নয়, বরং সমাজের প্রতিচ্ছবি, যা দর্শকের হৃদয় কে ছুঁয়ে গেছে।

সন্ধ্যাটি সমৃদ্ধ হয়ে ওঠে নানা ক্ষেত্রের বিশিষ্ট অতিথি ও খ্যাতিমান ব্যক্তিত্বদের সৌজন্যমণ্ডিত উপস্থিতিতে। গৌরবময় এই সমাবেশে উপস্থিত ছিলেন ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও প্রখ্যাত পরিচালক-প্রযোজক শ্রী রাজ চক্রবর্তী এবং ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রীমতী শুভশ্রী গাঙ্গুলি।

এই অনুষ্ঠানের জাঁকজমক আরও বৃদ্ধি পায় প্রথিতযশা শিক্ষাবিদ, খ্যাতনামা শিল্পী, সম্মানীয় সাহিত্যিক, জ্যেষ্ঠ সাংবাদিক এবং বিশিষ্ট জনসাধারণের উপস্থিতির মধ্য দিয়ে, যাঁরা সকলেই এই অসাধারণ সাংস্কৃতিক সমাবেশে তাঁদের উপস্থিতি দিয়ে তা আরও স্মরণীয় করে তোলেন।

নৈহাটি ব্রাত্যজন-এর এই প্রয়াস একদিকে যেমন নাট্যচর্চার ধারা বজায় রাখে, অন্যদিকে সমাজের ভিতরে প্রশ্নের ঢেউ তোলে।

Previous articleWeather Update নিম্নচাপের জেরে অতি ভারী বৃষ্টির চোখরাঙানি জেলায় জেলায়,    বাংলায় ৪ দিন লাল সতর্কতা
Next article‘অপারেশন সিঁদুর’-এর পর ফের মকড্রিলের ঘোষণাকরল কেন্দ্র , সামিল হবে কোন কোন রাজ্য?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here