নিমতায় বিবিএ–র ছাত্র দেবাঞ্জন খুনে গ্রেপ্তার এক

0
528

দেবাঞ্জনের বান্ধবীকে জেরা করে পুলিস জেনেছে, ঘটনার রাতে একাধিক পাবের পার্টিতে গিয়েছিলেন দেবাঞ্জন। পার্টিতে আসা সবাই নিজেদের বন্ধু বা বান্ধবীকে নিয়েই এসেছিলেন। যুবতীর দাবি, গভীর রাতে পার্টি শেষে যখন গাড়ি করে তাঁকে বাড়িতে পৌঁছতে যাচ্ছিলেন দেবাঞ্জন তখনই তাঁর মোবাইলে এক বন্ধুর ফোন আসে যিনি দেবাঞ্জনের চেয়ে সিনিয়র।

ওই পার্টিতেও উপস্থিত ছিলেন তিনি। তবে দেবাঞ্জন ছাড়া তাঁরা কেউই ওই সিনিয়রকে চিনতেন না বলে দাবি করেছেন যুবতী। যুবতীর আরও দাবি, কোনও যুবতীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে অন্য কোনও যুবককে মারধরে হাত লাগানোর জন্য দেবাঞ্জনকে ফোনে ডেকেছিলেন তাঁর সিনিয়র।

সেকারণে সেই রাতের পার্টিতে উপস্থিত ১৭ জন যুবক–যুবতীকেই জেরার জন্য নিমতা থানায় ডেকে পাঠিয়েছে পুলিস। যে গাড়িতে দেবাঞ্জন বাড়ি ফিরছিলেন সেই গাড়ির ব্যালিস্টিক পরীক্ষা করা হবে।

Previous articleমাথায় পরিয়ে দেওয়া হল কার্ডবোর্ডের বাক্স,পরীক্ষা হলে টুকলি রুখতে এ কেমন উপায়!
Next articleকেরলে বেড়াতে গিয়ে ৩ বোনের মৃত্যু বনগাঁয় শোকের ছায়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here