নিজেদের ফেভারিট ভাবছেন আলেজান্দ্রো

0
666

দেশের সময়– মহমেডানকে হারানোর পরে আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে ইস্টবেঙ্গল কোচ আলেজান্দ্রোর। তিনি মনে করছেন
কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়ার জোরালো দাবিদার তাঁর দল।


সাদা-কালো শিবিরকে হারানোর পরে আলেজান্দ্রো বলেন, ’পিয়ারলেস নয়, আমাদের ক্লাবই লিগ চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার।’
এদিন ম্যাচ প্রসঙ্গে আলেজান্দ্রো
বলেন, ’আমাদের দল ভালো ফুটবল খেলেছে। আমরা অনেক সুযোগ তৈরি করেছি। গোটা ম্যাচ আমরা নিয়ন্ত্রণ করেছি।

আমাদের
পরের ম্যাচ জিততে হবে। আশা করছি পরের ম্যাচেও জয়ের ছন্দ ধরে রাখতে পারবে দল।’
এদিকে, ম্যাচের পরে হতাশ মহমেডান টিডি দীপেন্দু বিশ্বাস বলেন, ’আমাদের ভাগ্য সঙ্গ দেয়নি। তবে ছেলেরা ভালো ফুটবল
খেলেছে।’ এদিন রেফারির মৃদু সমালোচনা করেন দীপেন্দু।

তিনি বলেন, কেন লাল কার্ড ও পেনাল্টি দেওয়া হল বলতে পারছি না।
তবে রেফারি ভুল করতেই পারে। এই নিয়ে বেশি বলতে চাইছি না।’ উল্লেখ্য, কলকাতা লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মহমেডানকে ৩-২
গোলে হারিয়ে দিল ইস্টবেঙ্গল

ছবি-শান্তনু বিশ্বাস৷

Previous articleনিউটাউন এ এ–১বি দুর্গা পুজোয় এবার শুভ শক্তির আরাধনা…
Next articleমহালয়ার এই দিন পালনের ফল কী, রইল ১০ তথ্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here