


রবিবার সন্ধ্যায় বনগাঁ’র নীলদর্পণ মঞ্চে শিক্ষকদিবস উদযাপিত হল। এই উপলক্ষে শহরের প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক সকল স্তরের শিক্ষক শিক্ষিকাদের সম্বর্ধনা দেওয়া হয়। বনগাঁ পুরসভার পরিচালনায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এর সুচনা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ফোটোগ্রাফার পার্থসারথি নন্দীর তোলা ছবি দিয়ে তৈরী একটি পোস্টার উদ্বোধন। যার মূল বিষয় হৃত যৌবনা ইছামতীর প্রাণ ফিরে আসুক । শৈবাল কচুরি পানায় রুদ্ধ ইছামতী নদী , বিষন্ন হৃদয়ে আগমন দেবী দুর্গার ।

ইছামতী নদী সংস্কারের দাবিতে বনগাঁর মেয়ে অর্পিতা বনিক নিজেই দুর্গা সেজে অভিনব প্রতীকী পোস্টার তৈরী করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দিতে রবিবার নীল দর্পণ অডিটোরিয়ামে পুরপ্রধান গোপাল শেঠের হাতে তুলে দিলেন সেই ছবি । তারপর সেই দেবী দুর্গার ছবিটি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দিতে বিশিষ্ট চিত্র সাংবাদিক অশোক মজুমদারের হাতে তুলেদেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ । এদিন পোষ্টার উদ্বোধনের মঞ্চ থেকে চেয়ারম্যান বলেন , এবার দুর্গা পুজোয় শহরের মন্ডপে মন্ডপে এই পোষ্টার এর ছবি দিয়ে ইছামতী নদী সংস্কারের দাবির পাশাপাশি শারদীয়ার শুভেচ্ছা বার্তাও দেওয়া হবে।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী চৈতী ঘোষাল ,, চিত্রশিল্পী মোহিনী বিশ্বাস , চিত্রসাংবাদিক অশোক মজুমদার । অশোক বাবু বলেন, ছবিটি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দেওয়া হবে।

অভিনেত্রী চৈতী ঘোষাল বলেন, ছবিটিতে দেবী দুর্গা বিষণ্ণ, ক্রদ্ধ এখানে । শৈবাল কচুরি পানায় রুদ্ধ ইছামতী নন্দীর সংস্কারের বার্তা মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দিতে বনগাঁর মেয়ে অর্পিতা মডেল হিসেবে যে কাজ করেছে তা চোখে পড়ার মতো ।
বাচিক শিল্পী তাপসী সিংহ দর্শকদের উদ্দেশ্যে বলেন, এই পোস্টারটির সঙ্গে সেলফী ছবি তুলে ইছামতী নদী সংস্কারের দাবি আরও জোড়াল করতে আহ্বান জানান ।

ছবিটির মডেল অর্পিতা বনিকের কথায়, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইছামতী সংস্কার করে বনগাঁর মানুষদেরকে বন্যার হাত থেকে রক্ষা করবেন ।
এদিনের অনুষ্ঠানে নীল দর্পণ অভিটোরিয়ামে দর্শক আসন ছিল পরিপূর্ণ।