নাসিকে রেল দুর্ঘটনা! লাইনচ্যুত জয়নগর এক্সপ্রেসের ১১টি বগি

0
676

দেশের সময় ওয়েবডেস্কঃ মহারাষ্ট্রের নাসিকের কাছে বড়সড় রেল দুর্ঘটনা ৷ লাইনচ্যুত হয়ে গেল ট্রেনের ১১টি বগি। তবে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর আসেনি। বেশ কিছু যাত্রী আহত হয়েছেন বলে খবর।

নাসিকের কাছে রবিবার দুপুরে লহবিত ও দেবলালির মাঝামাঝি এলাকায় হঠাৎ লাইনচ্যুত হয়ে পড়ে লোকমায়া তিলক টার্মিনাস- জয়নগর অন্তোদয় এক্সপ্রেস। ঘড়ির কাঁটায় তখন দুপুর ৩টে ১০। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী ট্রেন ও অন্যান্য রেলকর্মীরা।

এই দুর্ঘটনার জেরে ওই রুটের বেশ কিছু ট্রেন বাতিল করতে হয়েছে। কিছু ট্রেনের সময়ও বদল করেছে রেল কর্তৃপক্ষ।

দুর্ঘটনার পর কিছু হেল্পলাইন নম্বর চালু করেছে রেল। ছত্রপতি শিবাজি রেল টার্মিনাস- ৫৫৯৯৩, এমটিএনএল- ০২২২২৬৯৪০৪০। এছাড়া পাবলিক হেল্পলাইন নম্বর- ০২৫৩২৪৬৫৮১৬।

Previous articleImran Khan: অনাস্থা প্রস্তাবে ‘না’ ডেপুটি স্পিকারের!নির্বাচনের জন্য দেশবাসীকে তৈরি হওয়ার বার্তা ইমরান খানের
Next articleCrisis: ‌ভারতের অবস্থাও হতে পারে শ্রীলঙ্কার মতো , মোদীর সঙ্গে বৈঠকে আশঙ্কা প্রকাশ কেন্দ্রীয় সচিবদের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here