নব্বই পেরিয়েও লোক সঙ্গীতের ঐতিহ্য প্রসারে ব্যস্ত বাউল সম্রাট পূর্ণচন্দ্র দাস : দেখুন ভিডিও

0
11

সুপ্রকাশ চক্রবর্তী, কলকাতা : বাংলার লোক সঙ্গীতের ঐতিহ্যকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন বাউল সম্রাট শ্রী পূর্ণ চন্দ্র দাস। বীরভূমের ছোট্ট পরিবার থেকে উঠে এসে স্বয়ং রাষ্ট্রপতির কাছ থেকে পেয়েছিলেন বাউল সম্রাট হিসাবে স্বীকৃতি। ২০১৩ সালে পান পদ্মশ্রী পুরস্কার। দেশ-বিদেশের একাধিক সম্মাননা পেয়েছেন।

৯২ বছর বয়সে আজও ভারতীয় লোক সঙ্গীত বাউল গানের সেই মহিমা নতুন প্রজন্মের কাছে তুলে ধরে চলেছেন। এই মহান সঙ্গীত শিল্পীকে সম্বর্ধনা জানালো হল আয়কর বিভাগের রেভিনিউ অফিসিয়ালস ওমেন অ্যাসোসিয়েশন বা রোয়ার(ROWA) পক্ষ থেকে।

কলকাতার আয়কর ভবনে ‘লোক তরঙ’এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোয়ার চেয়ারপারসন অর্চনা কুমার, প্রিন্সিপাল চিফ কমিশনার, ওয়েস্ট বেঙ্গল সিকিম নীরজ কুমার, রোয়ার সদস্য নিবেদিতা বিশ্বাস , দপ্তরের কর্মচারীবৃন্দ সহ বহু বিশিষ্ট মানুষজন।


তিনি বলেন, তিনি বাউলের তত্ত্ব কথা তুলে ধরেন।
পরে‘মেনকা মাথায় দিল ঘোমটা’,’গোলেমালে গোলে মালে’ সহ তার নানা জনপ্রিয় গানে মাতিয়ে তোলেন দর্শকদের। দেখুন ভিডিও

অর্চনা কুমার বলেন, লোক সঙ্গীত শুধুমাত্র মনোরঞ্জনের জন্যে নয়, যা আমাদের অতিত ও বর্তমানের সেতুবন্ধনের কাজ করে।

Previous articleআলোঝলমল ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রনে সেজে উঠল কলকাতার ৩ নম্বর গভর্নমেন্ট প্লেস আয়কর ভবন
Next articleBangladeshi আমেদাবাদে দীর্ঘদিন গা ঢাকা দিয়ে ছিল ছয় বাংলাদেশি , দেশে ফেরার পথে বনগাঁ সীমান্তে পুলিশের জালে : দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here