ধুলোট উৎসবে মাতলো বোলপুরবাসি

0
1724

ইন্দ্রজিৎ রায়, শান্তিনিকেতন

দু’দিন ব্যাপী অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনের পর শনিবার ধুলোট উৎসবে মাতলো বোলপুরের ভুবনডাঙ্গা গ্রামবাসীরা। শ্রী চৈতন্যদেবের অমৃতবাণী ও হরিনাম এই অষ্টপ্রহর শতনামের মূল বিশেষত্ব। শনিবারের ধুলোট উৎসবে যোগ দেন একশো র বেশি হরিনাম সংকীর্তন এর দল। মূলত এই দলগুলি আশেপাশের গ্রাম থেকে এসে উৎসবে মাতিয়ে তোলেন সকলকে।

খোল কর্তাল সহকারে হরিনামের পর আবীর খেলায় মেতে ওঠেন বোলপুরের ভুবনডাঙ্গা গ্রামবাসী। অনুষ্ঠানের উদ্যোক্তা সুবীর হাজরা, বিনয় প্রামাণিক ও দীনেশ সাঁতরা রা জানান এই দিনটির জন্য গ্রামের প্রবীণ নাগরিক রা সারা বছর অপেক্ষা করে থাকেন, এবং ছোট থেকে বড় সকলেই স্বতঃস্ফূর্তভাবে যোগদান অষ্টপ্রহর শতনাম সংকীর্তন এ। এ বছরের মতন সাঙ্গ হল পালা, ভারাক্রান্ত মন নিয়ে আবার অপেক্ষা এক বছরের।

Previous articleঅন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রশিক্ষণ শিবির
Next articleDidi took correct stern decision NOBEL PROFESSION , NOT ALL PROFESSIONALS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here