

পর্যটন নগরী দিঘার মোহনা সংলগ্ন সৈকতে শুরু হয়েছে ৬৯তম জাতীয় স্কুল বিচ ভলিবল প্রতিযোগিতা। স্কুল গেম ফেডারেশন অফ ইন্ডিয়া এবং পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দফতরের যৌথ উদ্যোগে এই মেগা টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
পর্যটন নগরী দিঘার মোহনা সংলগ্ন সৈকতে শুরু হয়েছে ৬৯তম জাতীয় স্কুল বিচ ভলিবল প্রতিযোগিতা।

স্কুল গেম ফেডারেশন অফ ইন্ডিয়া এবং পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তরের পৃষ্ঠপোষকতায়। দিঘাতে অনুষ্ঠিত হচ্ছে এই মেঘা ভলিবল প্রতিযোগিতা।

সারা দেশের ১০টি রাজ্য দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। অনূর্ধ্ব-১৪ মেয়েদের বিভাগে অংশগ্রহণ করছে ৮টি দল। আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করে প্রথমে লিগ পর্যায়ে খেলাগুলি অনুষ্ঠিত হবে। পরবর্তী নকআউট পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। লিগ পর্যায়ের খেলার চ্যাম্পিয়ন এবং রানার্স দল সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবে। সেমিফাইনালে একটি গ্রুপের চ্যাম্পিয়ন দল অন্য গ্রুপের রানার্স দলের বিরুদ্ধে খেলবে। সেমিফাইনালের বিজয়ী দলগুলি ফাইনাল খেলবে। সেমিফাইনালে পরাজিত দলগুলি তৃতীয় স্থান নির্ণয়ক ম্যাচে খেলবে।

অনূর্ধ্ব-১৪ মেয়েদের বিভাগের গ্রুপ ক-তে চারটি দল অংশগ্রহণ করছে। এই দলগুলি হল অন্ধ্রপ্রদেশ, গুজরাট, গোয়া এবং ঝাড়খন্ড। গ্রুপ খ-তে চারটি দল অংশগ্রহণ করছে। এই দলগুলি হল তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, দিল্লি এবং পাঞ্জাব। একইসঙ্গে চলছে অনূর্ধ্ব-১৯ মেয়েদের জাতীয় স্কুল বিচ ভলিবল প্রতিযোগিতা। অনূর্ধ্ব-১৯ মেয়েদের বিভাগে অংশগ্রহণ করছে দশটি দল। মেয়েদের ক-গ্রুপে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, লাক্ষাদ্বীপ, গোয়া রয়েছে। খ-তে অংশ নিচ্ছে পশ্চিমবঙ্গ, গুজরাট, ওড়িশা, দিল্লি এবং পাঞ্জাব। ২৭ জানুয়ারি উদ্বোধনী অনুষ্ঠান হয়। প্রতিযোগিতা শুরু হয় ২৮ জানুয়ারি। টুর্নামেন্টের উদ্বোধন করেন রামনগরের বিধায়ক অখিল গির। বাংলা লিগ পর্যায়ে দুটি খেলায় অংশগ্রহণ করেছে, এবং দুটিতেই জিতেছে।

অনূর্ধ্ব ১৪ বছর বালিকা বিভাগের গ্রুপ ক,,-তে চারটি দল অংশগ্রহণ করছে। এই দলগুলি হল অন্ধ্রপ্রদেশ, গুজরাট, গোয়া ও ঝাড়খন্ড। গ্রুপ খ – তে চারটি দল অংশগ্রহণ করছে । এই দলগুলি হল তামিলনাড়, পশ্চিমবঙ্গ, দিল্লি, পাঞ্জাব দল।

একই সাথেই চলছে অনূর্ধ্ব ১৯ বছর বালিকাদের জাতীয় স্কুল বিচ ভলিবল প্রতিযোগিতা। অনূর্ধ্ব ১৯ বছরের বালিকা বিভাগে অংশগ্রহণ করছে দশটি দল।

প্রদীপ প্রজ্জালনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রামনগরের বিধায়ক অখিল গির, এছাড়া উপস্থিত ছিলেন ডেপুটি সুপারিনটেন্ট অফ পুলিশ ডা: মোহিত মোল্লা , তমাল দাস মহাপাত্র, উপ অধিকর্তা শারীর শিক্ষা ও ক্রীড়া বিভাগ, গৌরাঙ্গ মন্ডল, জাতীয় সৈকত ভলিবল প্রতিযোগিতার আহ্বায়ক বিজন সরকার, রিজিয়া বিবি।, দিলবার আলী শাহা প্রমুখ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ওর সরকারি পদাধিকারী ব্যক্তিবর্গ ।



