দেশের সময় ওয়েবডেস্কঃ পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকা নাকি এখনও চূড়ান্ত হয়নি। রবিবার কামারহাটিতে বিস্ফোরক কর্মিসভা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেমনই জানালেন বিধায়ক মদন মিত্র। তিনি এও দাবি করলেন, এজেন্সি ঢুকে গোটা ব্যাপারটাকে ঘেঁটে দিতে চাইছে৷
৯ ফেব্রুয়ারি পুরভোটে মনোনয়নের শেষ দিন। তাহলে সেই ফাইনাল লিস্টটা কবে বেরোবে? জবাবে মদন বলেন, “সেটা আমি কী করে জানব? দল জানে!”
মদন এও বলেন, “এজেন্সি ঢুকে পার্টিকে মিস গাইড করছে। দু’তিনজন মোড়লি করে এটা করছে যাতে পার্টির ফল না ভাল হয়। আর কিছু লোকের এর, ওর সঙ্গে বোঝাপড়া রয়েছে।” দিদির উদ্দেশে মদন বলেন, “আপনার পা শরে ভিক্ষা চাইছি, আপনি বলুন মদন মিত্র কামারহাটি দেখে নাও, আপনাকে কথা দিচ্ছি, ৩৫-এ ৩৫ না দিতে পারলে পদত্যাগ করব।” তবে অনেকের মতে, এখনও ফাইনাল লিস্ট বেরোয়নি বলে মদন ধোঁয়াশা আরও জিইয়ে রাখতে চাইলেন। সেইসঙ্গে দলের নেতৃত্বের উপর কৌশলে প্রার্থী বদল করার চাপও বাড়িয়ে দিলেন বলে মত তাঁদের।
প্রসঙ্গত,তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের আনুষ্ঠানিক সাংবাদিক বৈঠক হয়েছিল শুক্রবার সন্ধ্যায়। তার কিছুক্ষণের মধ্যে তৃণমূলের ফেসবুক পেজ থেকে শুরু করে মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে কোচবিহার থেকে উত্তর ২৪ পরগনা পর্যন্ত সমস্ত পুরসভার (পাহাড়েরগুলি বাদে) প্রার্থী তালিকা দিয়ে দেওয়া হয়। তার পরক্ষণেই তৃণমূলের তরফে বলা হয়, ওই তালিকা নাকি ফেক। যদিও তা রবিবার গভীর রাত পর্যন্ত সর্বভারতীয় তৃণমূলের অফিশিয়াল ফেসবুক পেজে বহাল তবিয়তে রয়েছে। এরপর তৃণমূল নেতৃত্বের তরফে জানানো হয়, দলের যে তালিকা, যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন রয়েছে তা রাতের মধ্যে জেলা সভাপতিদের কাছে পাঠিয়ে দেওয়া হবে।
তা পৌঁছেও যায়। জানা গিয়েছে কোথাও কোথাও দ্বিতীয় তালিকা সংশোধিত করে আরও রাতে তৃতীয় তালিকাও পাঠানো হয়েছে। এসবের মধ্যেই মদনের দাবি, এখনও ফাইনাল লিস্ট বেরোয়নি। কামারহাটিতেও প্রার্থী নিয়ে বিপুল ক্ষোভ রয়েছে। বাবু মণ্ডল নামের একজনকে টিকিট না দেওয়ায় অসন্তোষ চরম আকার নিয়েছে। রবিবার সেই বাবুকে নিয়েই সভা করে দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মদন। সেইসঙ্গে নির্দেশ দেন, এখনই দেওয়ালে প্রার্থীর নাম না লিখতে। কারণ, এখনও ফাইনাল লিস্ট বেরোয়নি।