দেশের সময় ওয়েবডেস্কঃ শুক্রবার বিকেল বেলাও বলেছিলেন, আমি এখন কোনও দলে নেই। কয়েকদিন ধরে যা গেছে তাই চাপ কাটাতে মেয়ের কাছে এসেছেন।
রাতেই অবস্থান বদলে ফেললেন তৃণমূলের সদস্য পদ থেকে ইস্তফা দেওয়া পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। জানিয়ে দিলেন, তৃণমূলেই আছেন, তৃণমূলেই থাকবেন।
ক্যামাক স্ট্রিটে এসেছিলেন জিতেন্দ্র। বিকেলে তাঁকে সাংবাদিক প্রশ্ন করেছিলেন, এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস রয়েছে। আপনি কি দেখা করবেন? দেখা গেল রাতে সেই অফিস থেকে বেরোনোর পরেই অবস্থান বদলে গেছে শিল্পাঞ্চলের নেতার। এদিন তিনি বলেন, “তৃণমূলেই আছি। কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, মিটে গেছে। দল ছাড়ার কথা বলা ভুল হয়েছিল, মমতার কাছে গিয়ে ক্ষমা চাইব। বিজেপিতে যাব কখনও বলিনি।”
আর দলের সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়া জিতেন্দ্রর পাশে দাঁড়িয়ে অরূপ বললেন, ‘‘জিতেন্দ্র তিওয়ারি দলে ছিলেন। আছেন। থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির বিরুদ্ধে শেষ লড়াই লড়বেন।’