তামিলনাড়ুর তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ৬, আহত কমপক্ষে ১৭

0
696

দেশের সময় ওয়েবডেস্কঃ তামিলনাড়ুর থার্মাল পাওয়ার প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ। জানা গিয়েছে, এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ জনের। আহত হয়েছেন ১৭ জন। প্ল্যান্টের ভিতরে অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।

তামিলনাড়ুর কুড্ডালোর জেলায় এনএলসি ইন্ডিয়া লিমিটেডের একটি থার্মাল পাওয়ার প্ল্যান্টে এই বিস্ফোরণ হয়েছে। আহতদের সঙ্গে সঙ্গেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে ১৮০ কিলোমিটার দূরের এই পাওয়ার প্ল্যান্টে বয়লার বিস্ফোরণের ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। মৃত এবং আহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কী ভাবে এই বিস্ফোরণ হল তা জানতে তদন্ত শুরু হয়েছে। দমকল আধিকারিকরা জানিয়েছেন, আপাতত আগুন নিয়ন্ত্রণে এসেছে। থার্মাল পাওয়ার প্ল্যান্টের বয়লার ঠিক ভাবে কাজ করছিল না। ওই বয়লারে কী ত্রুটি আছে তা খতিয়ে দেখা হচ্ছে।

দুই মাসের মধ্যে এই নিয়ে দু’বার বিস্ফোরণ হল এই থার্মাল পাওয়ার প্ল্যান্টে। গত মে মাসেও এই প্ল্যান্টে বয়লার বিস্ফোরণে আহত হয়েছিলেন ৮ জন। জুলাই মাসের প্রথমেই ফের বিস্ফোরণ হল এই প্ল্যান্টে।

আগের বারের বিস্ফোরণের ক্ষেত্রে শোনা গিয়েছিল ঘটনার দিন কারখানায় উৎপাদনের পরিমাণ বেশি হয়ে গিয়েছিল। তারফলেই নিয়ন্ত্রণ না রাখতে পেরে একটি বয়লার ফেটে যায় নেইভেলি লিগনাইট কর্পোরশনের কারখানায়।

জানা গিয়েছে, এই কারখানায় প্রতিদিন ৩৯৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়। যে অংশে বিস্ফোরণ হয়েছে সেই প্ল্যান্টে ১৪৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়। এই প্ল্যান্টে কাজ করেন মোট ২৭০০০ কর্মী। তাঁদের মধ্যে ১৫,০০০ কর্মী চুক্তির ভিত্তিতে নিযুক্ত হয়েছেন। বাকি ১২ হাজার স্থায়ী কর্মী।

জানা গিয়েছে, দু’বারের বিস্ফোরণেই আহত এবং নিহতদের মধ্যে স্থায়ী ও চুক্তিভিত্তিক দু’রকমের কর্মীই রয়েছেন। পরপর দু’বার একই প্ল্যান্টে বিস্ফোরণ হওয়ায় আতঙ্কে রয়েছেন কর্মীরা।

Previous articleপ্রাত:ভ্রমণে বেরিয়ে ‘আক্রান্ত’ দিলীপ ঘোষ, অভিযোগের তির তৃণমূলের দিকে
Next articleমা জন্ম দেন, চিকিৎকরা পুনর্জন্ম দেন, ডক্টরস ডেতে ভিডিও বার্তা প্রধানমন্ত্রীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here