তর্পণের পুণ্যতিথিতেও রাজনীতি টেনে আনল বিজেপি

0
920

দেশের সময়ওয়েব ডেস্কঃ মহালয়ায় তর্পণের মতো পুণ্যতিথিতেও রাজনীতি টেনে আনল বিজেপি। গতবছর পুরুলিয়ায় পঞ্চায়েত ভোটের সময় মারা গিয়েছিলেন ৬ জন বিজেপি কর্মী। তাঁদের স্মৃতিতে শনিবার বাগবাজার ঘাটে তর্পণের আয়োজন করেছিল বিজেপি।

যা আসলে দলীয় কর্মসূচিরই অঙ্গ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
এদিনের অনুষ্ঠানে যোগ দেন বিজেপির কার্যকরী সভাপতি জগতপ্রকাশ নাড্ডা ওরফে জেপি নাড্ডা। তর্পণ শেষে তৃণমূল সরকার এবং মুখ্যমন্ত্রীকে ঠুকে দাবি করেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলা থেকে জমি সরে গিয়েছে।

মানুষের প্রতি বিচার করার ক্ষমতা তাঁর শেষ হয়ে গিয়েছে। বিচারের ক্ষমতা শেষ হয়ে গেলেই মানুষ সন্ত্রাসের জন্ম দেয়। বাংলায় জঙ্গলরাজ চলছে। আইনশৃঙ্খলা বলে কিছু নেই। এখানে গ্রহণ লেগেছে। সারা দেশে এরকম অবস্থা আমি কোনও রাজ্যে দেখিনি। আমরা সবাই ঠিক করেছি পশ্চিমবঙ্গকে গ্রহণ থেকে মুক্ত করব। জঙ্গলরাজের সমাপ্তি ঘটাব। এজন্য বিজেপি দৃঢ়সংকল্প।’
এদিনের অনুষ্ঠানে ছিলেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাস বিজয়বর্গীয়, প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহার মতো দলীয় নেতারা। শুক্রবার শহরে এসেই নাড্ডা হুংকার ছেড়েছিলেন, ‘‌বাংলায় পালাবদল নিশ্চিত। দেওয়াল লেখা হয়ে গিয়েছে। এখন শুধু তৃণমূলের বিদায়পর্ব বাকি।’‌

৩৭০ ধারা বিলোপ নিয়ে মমতার আপত্তিরও তীব্র সমালোচনা করেন নাড্ডা। তৃণমূলের মহাসচিব পার্থ চ্যাটার্জি অবশ্য নাড্ডার দাবি উড়িয়ে দিয়ে শুক্রবারই বলেছিলেন, এবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরবে তৃণমূল কংগ্রেস। ছবি কুন্তল চক্রবর্তী

Previous articleশারদোৎসব উপলক্ষে বনগাঁয় কাশফুল ও ভ্রমণ দিশা পত্রিকা প্রকাশিত হল শনিবার
Next articleপুজোয় পেট পুজো

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here