ঢাকের তালে ফুটবলে কিক অফ করে “খেলা হবে দিবসের” শুভ সূচনা করেন তৃণমূলের বনগাঁর জেলা সভাপতি আলো রানী সরকার

0
696

সোমনাথ মজুমদার,বনগাঁ: ঢাকের বাদ্যী সহকারে সোমবার ‘খেলা হবে দিবসের” শুভ সূচনা হলো নহাটা স্কুল ময়দানে৷ বনগাঁ দক্ষিণ বিধানসভা তৃণমূল কংগ্রেস ক্রীড়া সেল এর উদ্যোগে এদিন সকালে শুরু হয় আট দলীয় ফুটবল প্রতিযোগিতা, জাতীয় পতাকা উত্তোলন ও ফুটবলে কিক অফ করেন তৃণমূল নেত্রী আলো রানী সরকার৷ প্রসঙ্গত, এদিনই উত্তর ২৪ পরগনা জেলাকে সাংগঠনিক ভাবে ঢেলে সাজিয়েছে তৃণমূল। চারটি সাংগঠনিক জেলায় ভাগ করা হয়েছে উত্তর ২৪ পরগনাকে৷ বনগাঁর জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে আলোরানি সরকারকে।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা ক্রীড়া সেলের সভাপতি প্রসেনজিৎ সাহা, তৃণমূল নেতা সুব্রত ব্যানার্জী সহ অন্যান্যরা৷ সকালেই ঢাকের তালে নহাটা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রদক্ষিণ করেন, এরপর প্রদীপ জ্বালিয়ে জাতীয় পতাকা উত্তোলন এর পর শান্তির বার্তা দিতে ওড়ানো হয় সাদা পায়রা৷

এ দিনের খেলা দিবসকে কেন্দ্র করে স্থানীয় ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো, মাঠের ভিড় জমিয়েছিলেন এলাকার বহু ক্রীড়াপ্রেমী মানুষ, আয়োজকদের পক্ষ থেকে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা, স্থানীও প্রাক্তন খেলোয়াড়দেরও সংবর্ধনা জানানো হয় এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে৷ এ বিষয়ে বনগাঁ দক্ষিণ ক্রীড়া সেলের আহবায়ক রতন দাস বলেন, ‘ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকের খেলার আয়োজন করতে পেরে আমরা আনন্দিত, আজকের এই অনুষ্ঠান করবার জন্য যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন প্রত্যেককে ধন্যবাদ”৷

Previous articleশুরু ‘এক নেতা-এক পদ’ যুগ! তৃণমূলের সাংগঠনিক রদবদলে বনগাঁ শহর পেল নতুন সভাপতি দিলীপ দাসকে
Next articleDaily Horoscope: চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, কেমন যাবে আপনার আজকের দিন? জানুন রাশিফল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here