ভুয়ো প্রেসস্টিকার লাগানো গাড়ী ধরতে অভিনব উদ্যোগ শিলিগুড়ি প্রেসক্লাবের

0
786

কুশল দাশগুপ্ত,শিলিগুড়ি, দেশেরসময়:২০ ডিসেম্বরঃ প্রতিনিয়ত বেড়ে চলেছে ভুয়ো প্রেস স্টিকার লাগানো বাইক, স্কুটি ও চার চাকা গাড়ির সংখ্যা।তাই এবারে সাংবাদিক পেশার সাথে যুক্ত নন এমন মানুষ যাতে আর প্রেস স্টিকার ব্যবহার করতে না পারেন, সেজন্যে অভিনব উদ্যোগ নিল শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাব।বৃহস্পতিবার ক্লাবের সামনে ডিসিপি গৌরব লালের উপস্থিতিতে সাংবাদিকদের গাড়িতে এসজেসি মেম্বার স্টিকার লাগানো হয়।

এদিন এই বিষয়ে একটি সাংবাদিক বৈঠকও করেন গৌরব লাল বাবু।বৈঠকে তিনি বলেন, কেউ যাতে প্রেসের স্টিকার লাগিয়ে তার অপব্যবহার না করে সে কারনেই শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবের সাথে যৌথ ভাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।এছাড়াও শীঘ্রই অভিযানে নেমে ভুয়ো প্রেস লেখা গাড়িগুলির বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Previous articleযেন শীত ঘুমের অবসান
Next article“লিঁও বড়ো স্পিনার, তবে ওয়ার্ন ও মুরলীথরন”?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here