টুডে স্টোরি বেঙ্গল আইকন আওয়ার্ড এ সম্মানিত হলেন ২৩ জন বাঙালি

0
709

পিয়ালী মুখার্জী,কলকাতা: টুডে স্টোরি ১৮ ই ডিসেম্বর গত শনিবার আয়োজন করেছিল বেঙ্গল আইকন আওয়ার্ড ২০২১ এর। পুরস্কারে সম্মানিত হলেন ২৩ জন গুণী বাঙালি ব্যক্তিত্ব। গানে গল্পে নামি ব্যক্তিদের উপস্থিতিতে চাঁদের হাট বসেছিল সন্ধ্যায় পিয়ারলেস ইনে।

টুডে স্টোরি মিডিয়ার কর্ণধার বিপ্লব চক্রবর্তী জানালেন তাঁরা গর্বিত সমাজের বিভিন্ন ক্ষেত্রে যাঁরা তাঁদের কাজের উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন এমন ২৩ জন সফল মানুষ কে সম্মানিত করে। তিনি আরও জানান যাঁরা পুরস্কার পেয়েছেন আনন্দের সাথে গ্রহণ করায় তাঁরাও খুব আনন্দিত। তিনি সকলকে শুভেচ্ছা জানান।

সংস্থার তরফে সম্মানিত করা হয় সম্বরণ বন্দোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায়, শুভাশীষ মুখোপাধ্যায় এনা সাহা, স্যান্ডি সাহা সহ প্রমুখ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ঠ ব্যক্তিবর্গ, যাঁরা নিজ ক্ষেত্রে স্বকীও অবদান রেখেছেন। এছাড়াও নন সেলিব্রিটি বিশিষ্ঠ ব্যক্তিরা অর্জন করেন বেঙ্গল আইকনিক আওয়ার্ড ২০২১.

টুডে স্টোরির সচিব প্রীতম সরকার জানালেন তাদের সংস্থা বিশিষ্ঠ জনের পাশাপাশি এমন প্রতিভাদের মঞ্চে সন্মান দিয়েছেন যাঁরা সমাজে দৃষ্টান্তমূলক অনেক কাজ করেও হয়তো সেভাবে সামনের সারিতে আসতে পারেননি। ১৩ জন বিশিষ্ঠ ব্যক্তিত্ব ছাড়াও আরও ১০ জন কে তাঁরা বেঙ্গল আইকন আওয়ার্ড এ সম্মানিত করতে পেরেছেন। ছিমছাম মনোজ্ঞ এক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হলো টুডে স্টোরি আয়োজিত বেঙ্গল আইকনিক আওয়ার্ড হোটেল পিয়ারলেস ইনে।

ছবিগুলি তুলেছেন- পিয়ালীমুখার্জী৷
Previous articleরবির বিকেলে গদ্যপদ্য প্রবন্ধ উৎসবে মাতল বনগাঁ
Next articleতাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে,আজ মরসুমের শীতলতম দিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here