দেশের সময় ওয়েবডেস্কঃ ভোটের আগেই প্রাইমারি স্কুলের ১৬৫০০ শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শেষ করে ফেলতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানান, আগামিকাল বুধবার প্রাথমিক শিক্ষা বোর্ড প্রাইমারি স্কুলে ১৬৫০০ শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করবে।
তিনি জানিয়েছেন, এর পর ১০ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত ইন্টারভিউ চলবে। তার পর যত শীঘ্র সম্ভব প্যানেল ঘোষণা করে দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী এদিন এও জানিয়েছেন, ৩১ জানুয়ারি প্রাথমিকের থার্ড টেট পরীক্ষা অফলাইনে নেওয়া হবে। আড়াই লক্ষ প্রার্থী এই পরীক্ষায় বসবেন।
ক’দিন আগে উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্ট বড় রায় ঘোষণা করেছে। গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করে স্পষ্ট জানিয়ে দিয়েছে, কবে বিজ্ঞপ্তি জারি করতে হবে, কবে লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে। হাইকোর্টের সেই নির্দেশ থেকে পরিষ্কার, মে মাসের মধ্যে যথা সময়ে ভোট হলে তার আগে সেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব নাও হতে পারে। যদি না হয় সেক্ষেত্রে রাজ্যে নতুন সরকার গঠন হওয়ার পরেই শিক্ষক নিয়োগ সম্পূর্ণ হতে পারে।
এই পরিস্থিতিতেই প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সরকার দ্রুত সারতে চাইছে বলে মনে করা হচ্ছে। যাতে জানুয়ারি মাসের মধ্যে ইন্টারভিউ সেরে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধের মধ্যে প্যানেল ঘোষণা করে দেওয়া যায়।