জন্মেই মাস্ক খুলে দিল ডাক্তারের, ভাইরাল ছবি

0
1144

দেশের সময় ওয়েবডেস্কঃ ভাবা যায়! জন্মের কয়েক সেকেন্ডের মধ্যেই হাত দিয়ে ডাক্তারবাবুর মাস্ক খুলে নিচ্ছে সদ্যোজাত!বিশ্বজোড়া করোনা ভাইরাসের প্রকোপে মাস্ক যখন জীবনের অঙ্গ হয়ে উঠেছে তখন এই ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। যদিও ছবিটি পুরনো। বছর দুয়েক আগের। কিন্তু এই মাস্ক পর্বে সেই ছবিতেই ছয়লাপ হল সোশ্যাল মিডিয়া।

ছবিতে দেখা যাচ্ছে, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া শিশুকে ধরে রয়েছেন এক চিকিৎসক। শিশুকন্যাটি কাঁদতে কাঁদতেই টান দিয়েছে চিকিৎসকের সার্জিক্যাল মাস্কে । আর সদ্যোজাতর এমন কাণ্ডে হাসি আর ধরছে না চিকিৎসকের।

দুবাইয়ের প্রখ্যাত স্ত্রী রোগ বিশেষজ্ঞ সামের সেআইব পুরনো ফটোটি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, আমরা সবাই মাস্ক খুলে রাখতে চাই। অর্থাৎ, এই কোভিড যত তাড়াতাড়ি বিদেয় হয় ততই মঙ্গল।

এখনকার পরিস্থিতিতে পুরনো ছবিটিই নতুন আঙ্গিক নিয়ে হাজির হয়েছে। কয়েক মাস আগে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে জন্মানো এক বাচ্চার ছবি হুহু করে ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। দেখা গিয়েছিল জন্ম নেওয়ার পর না কেঁদে অপারেশন থিয়েটারে উপস্থিত ডাক্তার, নার্সদের দিকে রাগে কটমট করে তাকিয়ে রয়েছে। সেই তেজি শিশুর পর এবার সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এই শিশু কন্যা।

প্রসঙ্গত, মাস্ক ছাড়া এক পা বাইরে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যদিও সেই পরামর্শ অগ্রাহ্য করেই বহু লোক মাস্ক খুলে, থুতনির কাছে মাস্ক নামিয়ে ঘুরে বেড়াচ্ছেন। অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ। ইউরোপের একাধিক দেশে করোনার দ্বিতীয় ধাক্কার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, সতর্কতা না মানলে পুজো, দিওয়ালির পরে ভারতেও আক্রান্ত সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়বে। এত আশঙ্কার মাঝেও এই ছবি দেখে নির্মল আনন্দ উপভোগ করছে নেট জনতা।

Previous articleষষ্ঠীর দিন বাংলার দুর্গাপুজোয় ভার্চুয়াল–যোগদান মোদীর
Next articleরাজনৈতিক উদ্দেশ্য নেই তো পুজো কমিটিকে টাকা দেওয়ার পিছনে ! হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here