দেশেরসময় ওয়েবডেস্ক:জম্মু–কাশ্মীরের খিস্তওয়ার জেলায় জঙ্গিদের ছোঁড়া গুলিতে মৃত্যু হল বিজেপির রাজ্য সম্পাদক অনিল পারিহার এবং তাঁর ভাই অজিত এর। বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে দুই ভাই যখন বাড়ি ফিরছেন। তখনই খুব কাছ থেকে তাঁদের উপর গুলি চালানো হয়। বৃহস্পতিবার রাত আটটা নাগাদ এই ঘটনা ঘটে। দুই ভাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। এই খুনের ঘটনায় প্রবল উত্তেজনা ছড়িয়েছে উপত্যকায়। ঘটনাস্থলে নামে সেনা। জারি করা হয় কারফিউ। ঘটনার তীব্র নিন্দা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, ‘ভীষণ দুঃখজনক ঘটনা। অনিল পারিহার ও তাঁর পরিবারের প্রতি রইল আমার সমবেদনা। ঘটনায় দোষীদের যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে।’ বিজেপি সভাপতি অমিত শাহ বলেছেন, ‘খবরটা শুনলাম। খুব দুঃখজনক। যারা এই কাজ করেছে। তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে।’
কড়া শাস্তির দাবি জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের বিজেপি প্রধান রবীন্দ্র রায়না। ঘটনার নিন্দা করেছেন জম্মু ও কাশ্মীর বিজেপির সাধারণ সম্পাদক অশোক কাউল, সিপিএম বিধায়ক এম ওয়াই তারিগামি, রাজ্য কংগ্রেস সভাপতি গুলাম আমেদ মীর, ন্যাশনাল কনফারেন্সের প্রাদেশিক সভাপতি দেবেন্দ্র সিং রানা। পাশাপাশি, বৃহস্পতিবার কাশ্মীরের বদগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় দুই লস্কর–ই–তৈবা জঙ্গির। বৃহস্পতিবার ভোরে বাদগামের খানশাহিব এলাকার জাগুতে এই সংঘর্ষ ঘটে। এক জওয়ান জখম হন। এদিকে শুক্রবার হান্দওয়ারায় নিরাপত্তারক্ষী বাহিনীর গুলিতে এক জঙ্গি খতম হয়েছে।