ছদ্ম শীতে কাঁপছে বাংলা , বড়দিনে  ঠান্ডার কেমন থাকবে? জানুন আবহাওয়ার আপডেট

0
17
হীয়া রায়, দেশের সময়

শনিবার সকালে কুয়াশার চাদরে মুড়ে সকাল হয়েছে কলকাতার। বস্তুত ঘন কুয়াশার চাদরে মুড়েছিল গোটা বাংলাই। সঙ্গে হাওয়া। সব মিলিয়ে কনকনে একটা হিমেল আমেজ থাকলেও তাপমাত্রার বিরাট কোনও পরিবর্তন কিন্তু হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, এ হলো ছদ্ম–শীত। পারা পতনের সম্ভাবনাও আপাতত নেই। বড় কোনও পরিবর্তন না ঘটলে বড়দিনেও কনকনে শীতের আশা নেই।

শীতের ভরা মরশুমে উত্তর-পশ্চিম ভারতে তৈরি পশ্চিমি ঝঞ্ঝাই হিমেল হাওয়ার পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। এ বার ঝঞ্ঝার জেরে পাঞ্জাব থেকে বাংলা পর্যন্ত কুয়াশার বলয় তৈরি হয়েছে। রোদ না ওঠায় ‘ছদ্ম’ শীতের দাপট চলছে বাংলাজুড়ে।

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী তিন দিন বাংলা জুড়ে কুয়াশা বাড়বে।‌ পশ্চিমের জেলায় এবং উত্তরবঙ্গের নীচের দিকের ছ’–সাতটি জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।

আবহাওয়াবিদদের ব্যাখ্যা, কাশ্মীরের উপরে পর পর দু’টি পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব পড়েছে। একটি ইতিমধ্যেই আছড়ে পড়েছে, অন্যটি ধেয়ে আসছে। এর জেরেই বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া— যে হাওয়া সাধারণত উত্তর ভারত থেকে নেমে এসে বাংলাকে শীতল করে। উত্তুরে হাওয়ার এই দুর্বলতার ফলেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা, কমছে শীতের তীব্রতা।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ২৫ ডিসেম্বর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকারই সম্ভাবনা। ১৫–র নীচে নামার বিশেষ আশা নেই। ২৪ ডিসেম্বর পর্যন্ত রাতের তাপমাত্রা বরং আরও কিছুটা বেশি থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৬ ডিগ্রির আশপাশেই।

তবে বড়দিনের ঠিক পরেই বদলাতে পারে পরিস্থিতি। ২৬ ডিসেম্বর থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা। তখন শীতের আমেজ বাড়বে। তবে পারদ কতটা নামবে, তা আরও দু’-এক দিন পরে স্পষ্ট হবে। শনিবার রাজ্যে শীতলতম ছিল দার্জিলিং। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৮ ডিগ্রি। দক্ষিণবঙ্গের মধ্যে শীতলতম পুরুলিয়া— ১১ ডিগ্রি। শ্রীনিকেতন এবং বর্ধমানের তাপমাত্রাও ১১ ডিগ্রির ঘরে ছিল।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। পশ্চিমাঞ্চলের তাপমাত্রা ১১ থেকে ১৪ ডিগ্রির মধ্যে থাকবে। আজ, রবিবার ঘন কুয়াশার সতর্কতা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদে। উত্তরবঙ্গের বেশির ভাগ জায়গায় খুব সকালে সামান্য কুয়াশার সম্ভাবনা। রবিবার ঘন কুয়াশা থাকতে পারে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। সোমবারও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে।

Previous articleকবি বিশ্বনাথ মৈত্রের ‘কবিতা সংগ্রহ’ উদবোধন বনগাঁর নীলদর্পণ সভাগৃহে : দেখুন ভিডিও
Next articleবনগাঁর পুরপ্রধান হিসাবে সোমবার শপথ নেবেন দিলীপ মজুমদার, যানজট, নিকাশি, ইছামতী নদী সংস্কার, শব্দদূষণের মতো বিভিন্ন সমস্যা এখনও থেকে গিয়েছে, সমস্যা মেটাতে কী ভাবছেন তিনি ? দেশের সময় -এর  মুখোমুখি  দিলীপ মজুমদার : দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here