‘চেনা অচেনা মমতা’ বনগাঁয়

0
1039

দেশের সময়, বনগাঁ:সম্প্রতি প্রকাশিত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখা সম্পূর্ণ ভিন্ন স্বাদের বই ‘চেনা অচেনা মমতা’।

লেখক সাংবাদিক তাপস প্রামাণিক। রাজনীতির বাইরে মমতা মানুষ হিসেবে ঠিক কেমন, তার অনেক অজানা কাহিনী রয়েছে, এই বইটিতে। মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত পছন্দ-অপছন্দ, মুড, খাদ্যাভাস, শরীরচর্চা, ফ্যাশন সচেতনতা, রাজনীতিতে আসার পিছনে বাবার ভৃমিকা, বিদেশে গেলে মুখ্যমন্ত্রী কতটা ফুরফুরে মেজাজে থাকেন, এরকম অনেক অজানা গল্প জানতে পারবেন বইটি পড়লে। বইটিতে মমতার অনেক দুষ্প্রাপ্য ছবিও রয়েছে।

গত ১৭ অক্টোবর কলকাতা প্রেস ক্লাবে বই প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের বিদ্যুতমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, রাজ্যের প্রাক্তন বিধায়ক এবং বিশিষ্ট লেখক নির্বেদ রায়, কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর, ক্লাবের সম্পাদক কিংশুক প্রামাণিক। বইটির প্রকাশক দ্য শিশু বিকাশ। দাম ২০০ টাকা।

‘চেনা অচেনা মমতা ‘ বইটি এখন বনগাঁয় পাওয়া যাচ্ছে, মঙ্গলবার সকালে গোপাল নগর স্কুল মাঠ যেখানে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন , সেই মাঠ এবং মঞ্চের পাশে বসেই বইটি পড়তে শুরু করেছেন অনেকেই।বনগাঁর প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ বইটি পড়তে পড়তে বললেন, দিদি আগামী কাল এখানে আছেন, তাই রাতের মধ্যেই কাজের ফাঁকে পুরো বইটা পড়ে নিতে চাই, কারণ অনেক অজানা তথ্য পেলাম এই বইটি থেকে যা বুধবার আমার বক্তব্য রাখার সময়ে মানুষের কাছে দিদির সম্পর্ক আরও অনেক তথ্য দিতে সাহায্য করবে৷

মেহেরপুর গ্রামের মানুষ আবুল খাঁ মঙ্গল বারই চলে এসেছেন দিদির সভাস্থলে, মাঠে এসে ‘চেনা অচেনা মমতা ‘ বইটি নিয়ে দেখছেন মনোযোগ দিয়ে,তিনি জানান আমি পড়তে পারিনা কিন্তু দিদির ছবি দেখে বইটা কিনেছি, বাড়িতে ফিরে গ্রামের সবাইকে পড়েতে বলব ৷অনেক ছবি আছে৷ আজ রাতে মাঠেই থাকব সকালে দিদির কথা শুনে বই নিয়ে গ্রামে ফিরব।

Previous articleকৃষক বন্ধের মিশ্র প্রভাব বাংলায়, বিক্ষিপ্ত অশান্তি কলকাতা-সহ জেলায় জেলায়
Next articleবনগাঁয় মতুয়া ভোটব্যাঙ্ক নিয়ে দড়ি টানাটানি শুরু দুই ফুলে, গোপালনগরে আসছেন দিদি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here