দেশের সময়ওয়েবডেস্কঃ বুধবার মহালয়ার দিন সন্ধ্যায় শহরের একাধিক নামী দুর্গাপুজোর শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । গত কয়েক বছর ধরে প্রশাসনিক নানা ব্যস্ততার মধ্যেও মহালয়ার পূণ্য দিনটিতে সন্ধ্যায় মণ্ডপে ছুটে যান মুখ্যমন্ত্রী। তাঁর হাতের ছোঁয়াতেই সূচনা হয় উত্সবের। এবারও বজায় রইল সেই ধারা।
বুধবার নজরুল মঞ্চে দলীয় মুখপত্র ‘জাগো বাংলা’র অনুষ্ঠান সেরে সোজা নাকতলা উদয়ন সংঘে যান মুখ্যমন্ত্রী। এই পুজোর উদ্যোক্তা শীর্ষ তৃণমূল নেতা, মন্ত্রী পার্থ চট্ট্যোপাধ্যায়। তারপর একে একে সেলিমপুর, বাবুবাগান, যোধপুর পার্ক ৯৫ পল্লী, যোধপুর পার্কের দুর্গাপুজোর শুভ উদ্বোধন করে সবশেষে তিনি যান চেতলা অগ্রণীতে, যে পুজোর কর্ণধার রাজ্যের মন্ত্রী, তৃণমূলের হেভিওয়েট নেতা ফিরহাদ (ববি) হাকিম।
সেখানকার প্রতিমার চক্ষুদান করেন মুখ্যমন্ত্রী। সংক্ষিপ্ত ভাষণে তিনি দুর্গা মায়ের শ্রদ্ধা নিবেদনে দীর্ঘ স্তোত্র বলে যান গড়গড় করে। মঞ্চে উঠে বলেন, প্রতিবার মায়ের চক্ষুদান করি। ভাল লাগে। প্রতিমা শিল্পীদেরও প্রশংসা করেন তিনি। সবার মঙ্গল কামনা করে বলেন, সবাই ভাল থাকুন। আজও বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করার কথা তাঁর।
গত বছরের মতো এবারও করোনাভাইরাস আবহেই বাঙালির শ্রেষ্ঠ উত্সব হচ্ছে। নানা বিধিনিষেধ মেনেই প্রতিমা দর্শন করতে হবে। মন্ডপের ভিতরে নয়, অনেকটা দূর থেকেই মায়ের মুখ দেখতে হবে। কিন্তু তাতে উত্সাহে ভাঁটা পড়ার সম্ভাবনা নেই।