চিনা অ্যাপ ব্যবহার নিষিদ্ধ করার কোনও নির্দেশ দেয়নি কেন্দ্র

0
377

দেশের সময় ওয়েবডেস্কঃ লাদাখে সীমান্তে উত্তেজনার মধ্যেই রটে গিয়েছে ভারতে চিনা অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে কেন্দ্র। বলা হচ্ছে, চিনা আগ্রাসনের প্রতিবাদে অ্যাপ স্টোরে থাকা কিছু চিনা অ্যাপের ব্যবহার নিষিদ্ধ করেছে ভারতীয় সরকারের ইলেকট্রনিক্স মন্ত্রক। কিন্তু এই খবরের কোনও ভিত্তি নেই। সম্পূর্ণটাই গুজব। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ন্যাশানাল ইনফরমেশন সেন্টার বা জাতীয় তথ্য কেন্দ্রের নোটিশকে ভুয়ো বলে উড়িয়ে টুইট করল কেন্দ্রীয় সরকারি সংস্থা প্রেস ইনফর্মেশন ব্যুরো (পিআইবি)।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি বিজ্ঞপ্তি। ন্যাশানাল ইনফরমেশন সেন্টারের লোগো দেওয়া সেই নোটিশে কিছু অ্যাপের নাম উল্লেখ করে লেখা আছে, কেন্দ্রীয় সরকার এইসমস্ত অ্যাপের ব্যবহার নিষিদ্ধ করেছে। লাদাখে চিনা হামলার পরে দেশ জুড়ে চিনা পণ্য বয়কটের দাবি উঠেছে। টেলিকম ও রেলের কিছু চিনা চুক্তি বাতিল করেছে ভারত। এবার নাকি অ্যাপ ব্যবহার বন্ধ করারও সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এই দাবি করা হয়েছে ওই ছড়িয়ে পড়া নোটিশে।

এর পরে সেই নোটিশ যাচাই করে সেটিকে সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়ে দিল পিআইবি ফ্যাক্ট চেক। একটি ট্যুইট করে জানানো হয় এই খবরটি সম্পূর্ণ ভুয়ো। এমন কোনও সিদ্ধান্ত এখনও পর্যন্ত ভারত সরকারের তরফে নেওয়া হয়নি।

করোনাভাইরাস ছড়ানো নিয়ে চিনের ওপরে ক্ষোভ গোটা বিশ্বেরই। এর সঙ্গে সম্প্রতি লাদাখ সীমান্তে ভারতের সঙ্গে যে আচরণ চিন করছে তাতে দেশজুড়েই ক্রমশ চিনা পণ্য বয়কটের ডাক উঠছে। সূত্রের খবর, টেলিকম মন্ত্রকের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিএসএনএল-এর পরিষেবার উন্নতিতে আর কোনও মতেই চিনা প্রযুক্তি ব্যবহার করা হবে না। কারণ কেন্দ্রের মতে, চিনা প্রযুক্তি ব্যবহার করলে গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সুরক্ষার খাতিরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টেলিকম মন্ত্রকের তরফে এও জানানো হয়েছে যে ইতিমধ্যেই এই সংক্রান্ত যে টেন্ডার ডাকা হয়েছিল তা পুনরায় বিবেচনা করে দেখা হচ্ছে।

কিছুদিন আগেই ‘রিমুভ চায়না অ্যাপ’ নামের একটি মোবাইল অ্যাপ খুব জনপ্রিয় হয়ে গিয়েছিল। তার মধ্য দিয়ে শনাক্ত করা যাচ্ছিল স্মার্টফোনে থাকা চিনের তৈরি অ্যাপগুলি। তবে সম্প্রতি, সরাসরি ভারতীয় গোয়েন্দা সংস্থাই কিছু অ্যাপকে সন্দেহজনক বলে তালিকাভূক্ত করেছে। স‌ংবাদমাধ্যম সূত্রে খবর, গোয়েন্দাদের তরফে সরকারের কাছে বলা হয়েছে হয় ওই অ্যাপগুলি ব্লক করা হোক কিংবা ফোন ব্যবহারকারীদের নিষেধ করার নির্দেশ দেওয়া হোক। দেশের নিরাপত্তার কারণেই ওই অ্যপগুলির ব্যবহার বন্ধ করা উচিত বলে দাবি করেছে জাতীয় নিরাপত্ত কাউন্সিলও। তবে এ ব্যাপারে সরকারের তরফে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Previous articleYour Shot : 📸 Solar Eclipse 2020
Next article‘‌শব্দ চয়নের ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে প্রধানমন্ত্রীকে’‌, চীন ইস্যুতে মোদীর উদ্দেশ্যে মনমোহন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here